ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিএফএস থ্রেডের ২৭ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেনযোগ্য হচ্ছে আজ

প্রকাশিত: ০৯:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

ভিএফএস থ্রেডের ২৭ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেনযোগ্য হচ্ছে আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ভিএফএস থ্রেড ডাইংয়ের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৭ লাখ ৫০ হাজার শেয়ার লক-ইন ফ্রি (লেনদেন যোগ্য) হচ্ছে আজ বুধবার। এটা দ্বিতীয় ধাপে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২৫ শতাংশ শেয়ার লক-ইন ফ্রি হবে। কোম্পানিটির আইপিও প্রসপেক্টাস ইস্যু হয় ২০১৮ সালের ২৭ মে। মোট শেয়ার সংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ। তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মোট শেয়ার ছিল ১ কোটি ১০ লাখ। স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির লেনদেন শুরু হয় ৯ সেপ্টেম্বর। লেনদেনের প্রথম দিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৫০ শতাংশ শেয়ার ফ্রি থাকে। বাকি ৫০ শতাংশের মধ্যে ২৫ শতাংশ বা ২৭ লাখ ৫০ হাজার শেয়ারের ওপর ৯ মাসের লক-ইন থাকে। যার মেয়াদ শেষ হবে আজ বুধবার। পাবলিক ইস্যু রুলস অনুসারে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসা কোম্পানিতে বিনিয়োগ করা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে ৫০ শতাংশ শেয়ারের ওপর কোন ধরনের লক-ইন থাকে না। আর অবশিষ্ট ৫০ শতাংশ শেয়ারের মধ্যে ২৫ শতাংশের ওপর ৬ মাস এবং বাকি ২৫ শতাংশের ওপর ৯ মাসের লক ইন থাকে। প্রসপেক্টাস ইস্যুর তারিখ থেকে লক-ইন হিসাব করা হয়। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ভিএফএস থ্রেড ডাইংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ১৮ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা। সেই হিসাবে ইপিএস বেড়েছে ৭০.১৫ শতাংশ। এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৮) কোম্পানির আয় হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৩৬ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ৬৭ পয়সা। এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৮ সালেই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের ৩০.৮৮ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের ১৩.৩০ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, বিদেশী বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৮.৩১ শতাংশ, আর ৩৭.৫০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
×