ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচনে ও আন্দোলনে ব্যর্থ ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০২:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

বিএনপি নির্বাচনে ও আন্দোলনে ব্যর্থ ॥ সেতুমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- বিএনপি নীতি নৈতিকতায় দূর্বল, নিবাচনে ও আন্দোলনে ব্যর্থ, তাই ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে অথচ উপজেলা নিবাচনে অংশ নিচ্ছেনা এটা স্ববিরোধী সিধান্ত। বিএনপির তৃনমূলের অনেক নেতা বিভিন্ন উপজেলায় প্রার্থী হয়েছে, তারা কেন্দ্রর কথা মানছেনা। আজ মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। মন্ত্রী বলেন- ডাকসু নিবাচন ফ্রি এন্ড ফেয়ার হবে , ডাকসুর গঠনতন্ত্র ও আচরন বিধি আছে, সে হিসাবে নিবাচন হবে, সরকার এতে কোন হস্তক্ষেপ করবেনা। ডাকসু নিবাচনে জয়ের ব্যাপরে আশাবাদী চেষ্টও করছি, হেরে গেলেও হতাশার কোন কারন নেই। মন্ত্রী উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী প্রসঙ্গে বলেন- তৃনমুল থেকে যে তালিকা পাঠানো হয়েছে সে হিসাবে দলীয় মনোনয়ন দেয়া হবে তা নয়। প্রার্থীদের প্রত্যকের ৩ টি করে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা আছে । সে হিসাবে দলীয় মনোনয়ন দেয়া হবে , যদি কোথাও প্রার্থী মনোনয়নে ভুল হয়ে থাকে তা প্রত্যাহারের আগে সংশোধন করার সুযোগ রয়েছ্।মন্ত্রী বলেন আগমী ১০ মার্চ কাঁচপুর ২য় সতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, জুন মাসে গোমতী ও মেঘনা সেতুর কাজ শেষ হলে তাও যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। এতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানজট ও যাত্রীদেও কষ্টের অবসান হবে। উন্নয়নের ধারাবাহিকতা হিসাবে যমুনা নদীর তলদেশে টানেল করার প্রক্রিয়া শুরু নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে। এটা ১৫ কিলোমিটার দৈঘ্য হবে। এছাড়া খাগড়াছড়ি, বান্দারবান, রাঙ্গামাটি হয়ে কক্সবাজার পর্যন্ত সীমান্ত সড়ক নিমান কাজ সোনাবাহীনীর মাধ্যমে শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৩শ কিলোমিটার । পয্যায়ক্রমে এটা ৮শ কিলোমাটর হবে। এসময় মন্ত্রীর সাথে ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রসাশক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার , ফেনী পৌর সভার প্যানেল মেয়র নজরুল ইনলাম স্বন মিয়াজী।
×