ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন দেশের দূতের সঙ্গে কামাল হোসেনের বৈঠক

প্রকাশিত: ১২:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

তিন দেশের দূতের সঙ্গে কামাল হোসেনের বৈঠক

বিডিনিউজ ॥ তিন দেশের দূতের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন ও বিএনপির নেতারা। গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় এই বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। বেলা ১১টা থেকে দেড় ঘণ্টা রুদ্ধদ্বার ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেইক, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিব্লেট ছাড়াও জাতিসংঘের আবাসিক সমন্বয়কও ছিলেন। অন্যদিকে কামাল হোসেন ও মির্জা ফখরুল সঙ্গে বৈঠকে অংশ নেন বিএনপি নেতা আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে অংশ নেয়া একজন নেতা জানিয়েছেন, একাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপির চিত্র, দেশের সার্বিক রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা সর্বশেষ অবস্থা, চকবাজারের চুড়িহাট্টার অগ্নিকা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
×