ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনির্বাণের গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:০৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

অনির্বাণের গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘অনির্বাণ’র উদ্যোগে আগামী পহেলা মার্চ নিজস্ব ভবনে আয়োজিত এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে চট্টগ্রামের সদরঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নেজাম উদ্দীন সিএমপি, ঢাকার স্বস্তিকা রেকর্ডিং সেন্টারের স্বত্বাধিকারী সঙ্গীত পরিচালক লিটন দাশ, বান্দরবান পার্বত্য জেলার লামা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক রাম প্রসাদ দাশ, সিলেট রেলওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মিন্টু কান্তি দে এবং বান্দরবান পার্বত্য জেলার পুলিশ লাইন উপ-পুলিশ পরিদর্শক শেখর কান্তি দে’কে সংবর্ধিত করা হবে। প্রসঙ্গত, কল্যাণমুখী সমাজ গঠন ও ক্ষয়িষ্ণু সমাজ পরিবর্তনে ১৯৯৩ সালে কক্সবাজারে চকরিয়ার বরইতলী এলাকায় ‘অনির্বাণ’ প্রতিষ্ঠা হয়। মাস্টার প্রাণাশিষ দে ও প্রভাষক সুললিত দে’র চেষ্টায় অনির্বাণ গড়ে উঠে। কর্তৃপক্ষ প্রতিবছর সমাজের বিভিন্ন স্তরের গুণীজন সংবর্ধনা দেয়। এছাড়া প্রতিষ্ঠাকাল থেকে ‘সুর সপ্তক’র মাধ্যমে সঙ্গীত ও বাদ্যযন্ত্র প্রশিক্ষণ, স্থানীয় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করণ, দুস্থদের শীতবস্ত্র বিতরণ, শারদীয় দুর্গা পূজায় বস্ত্র প্রদান, পাশাপাশি নৈতিকতা ও গীতা শিক্ষায় ক্লাবের অধীনে ‘পার্থ সারথী গীতা শিক্ষালয়’ প্রতিষ্ঠা করা হয়েছে। নিজস্ব ভবনে পরিচালিত ক্লাবটি ইতোমধ্যে সকলের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
×