ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোরেলগঞ্জে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা সপরিবারে অবরুদ্ধ

প্রকাশিত: ০৯:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

মোরেলগঞ্জে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা সপরিবারে অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে পঞ্চকরণ ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খান সপরিবারে অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা গেছে, কুমারিয়াজোলা গ্রামের মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খান কুমারিয়াজোলা মৌজায় ১৯৯৩ সালে তার চাচাত ভাই জয়নাল খানের নিকট থেকে বায়না চুক্তি মোতাবেক জমি ক্রয় করেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে .৪৫ শতক জমি তার অনুকূলে নিষ্পত্তি হয়ে ’৯৪ সাল থেকে বসতবাড়ি করে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি বসতবাড়ি থেকে তাকে উচ্ছেদের জন্য তারই ছোট ভাই ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান খান .২০ শতক জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে প্রভাব খাটিয়ে একের পর এক হয়রানি করে যাচ্ছেন বড় ভাই মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খানের পরিবারকে। সর্বশেষ ৫-৬ মাস ধরে তার বাড়ি থেকে বের হবার চলার পথটুকুও নেটের বেড়া দিয়ে প্রতিবন্ধকতাসৃষ্টিসহ অবরুদ্ধ করে রেখেছেন। এছাড়া মুক্তিযোদ্ধা এ পরিবারটিকে উচ্ছেদের জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি-হুমকি অব্যাহত রেখেছেন। স্ত্রী পারুল বেগম (৫৫) বাড়িতেই থাকেন। বড় ছেলে সোহেল রেজা (৩৫) ঢাকায় গ্যার্মেন্টে চাকরি করেন। ছোট ছেলে হিজবুল বাহার জুয়েল (২৯) মাস্টার্স শেষ করে ঢাকায় একটি প্রাইভেট ফার্মে কর্মরত। দুই ছেলেই ঢাকায় থাকায় জনবলের অভাবে মুক্তিযোদ্ধা আহম্মদ আলী খান থানা পুলিশের দ্বারে দ্বারে ছুটছেন ন্যায়বিচারের আশায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের জমি নিয়ে ২ ভাইয়ের মধ্যে আদালতে মামলা রয়েছে। সে কারণে স্থানীয়ভাবে কোন পদক্ষেপ নেয়া যায়নি। এ বিষয়ে অভিযুক্ত মজিবুর রহমান খান জানান, তিনি কারো জমিতে অনধিকার প্রবেশ করেননি। ক্রয় করা জমিই তিনি বেড়া দিয়ে ভোগদখল করছেন। এ জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান বলেও তিনি জানান।
×