ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামরিক হস্তক্ষেপ পরিস্থিতি সংঘাতময় করে তুলবে

প্রকাশিত: ০৮:৫৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

সামরিক হস্তক্ষেপ পরিস্থিতি সংঘাতময় করে তুলবে

ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের পরিণতির বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শোয়াং বলেছেন, ভেনিজুয়েলার সরকার ধৈর্যের সঙ্গে দেশের চলমান সঙ্কট নিরসনের চেষ্টা করছে। এ অবস্থায় মার্কিন সামরিক হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও সংঘাতময় ও উত্তেজনাপূর্ণ করে তুলবে। এদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বেড়েছে। ওয়াশিংটন বলছে, মাদুরোর সময় ফুরিয়ে আসছে। এর আগেও শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যে কোন সামরিক হস্তক্ষেপ থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। বেজিং বলেছে, তারা ভেনিজুয়েলায় যে কোন ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধী। সম্প্রতি যুক্তরাষ্ট্র আবারও ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের হুমকি দেয়ার পর চীন এ বিষয়ে পাল্টা হুঁশিয়ারি দিল। খবর এএফপির।
×