ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেয়ার্নকে জেতালেন মার্টিনেজ

প্রকাশিত: ১১:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

 বেয়ার্নকে জেতালেন মার্টিনেজ

স্পোর্টস রিপোর্টার ॥ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হার্থা বার্লিনের সঙ্গে নিজেদের দাপট অব্যাহত রেখেছে বেয়ার্ন মিউনিখ। শনিবার জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা ১-০ গোলে বেশ কষ্টে পরাজিত করেছে হার্থা বার্লিনকে। এই জয়ের নায়ক জাভি মার্টিনেজ। কেননা তার করা একমাত্র গোলেই যে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে নিকো কোভাচের দল। এই জয়ের ফলে ২৪ ঘণ্টার জন্য হলেও চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট সমান করেছে বেয়ার্ন মিউনিখ। ২৩ ম্যাচ থেকে বেয়ার্ন মিউনিখের সংগ্রহ এখন ৫১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলেও বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট সমান ৫১। রবিবার রাতেই বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হয় বরুশিয়া ডর্টমুন্ড। সেই ম্যাচ জিতে গেলে বেয়ার্নের সঙ্গে আবারও পয়েন্ট ব্যবধানটা দাঁড়াবে তিন। জার্মান বুন্দেসলিগায় একক রাজত্ব চলছে বেয়ার্নের। শেষ ছয়বার যে লীগ শিরোপা জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়ে তারা। তবে এবার দেখা যায় ভিন্ন বেয়ার্নকে। অতীতের সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা শুরুর দিকে ধরে রাখতে পারেননি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। যার ফলে একটা সময় লীগ টেবিলের পাঁচ নম্বরে ছিটকে যায় দলটি। শুধু তাই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে বেয়ার্ন মিউনিখের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছিল ৯। তবে শুরুর সেই ধাক্কা ক্রমেই সামলিয়ে উঠেছে তারা। জার্মান বুন্দেসলিগায় সর্বশেষ ১১ ম্যাচের ১০টিতেই জয়ের স্বাদ পেয়েছে বেয়ার্ন। এর ফলেই লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিকো কোভাচের দল। তবে শনিবার বেয়ার্ন মিউনিখকে তাদের নিজেদের মাঠে বেশ ভালভাবেই রুখে দিয়েছিল হার্থা বার্লিন।
×