ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরুণদের কঠোর পরিশ্রমী ও ত্যাগী হতে হবে ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৯, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

 তরুণদের কঠোর  পরিশ্রমী ও ত্যাগী হতে  হবে ॥ বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৪ ফেব্রুয়ারি ॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে এ দেশ গড়েছিলেন ঘাতকদের ষড়যন্ত্রের কারণে তিনি তা বাস্তবায়ন করতে পারেননি। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাই, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতে হবে। এজন্য তরুণদের কঠোর পরিশ্রমী ও ত্যাগী হতে হবে। রবিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে রেডক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। টিপু মুনশি ক্যাম্পে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি বিশ্বমানবতার সেবায় কাজ করছে। তরুণদেরও মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। মানবতার সেবায় নিজেদের উজাড় করে দিতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রংপুর ৪ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। রেডক্রিসেন্টের রংপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ছাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুর ইসলাম ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য রেহেনা আশিকুর রহমান, রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম, জেলা প্রশাসক এনামুল হাবীব, পুলিশ সুপার মিজানুর রহমান।
×