ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাইবান্ধার দশ গুণীজনকে সম্মাননা

প্রকাশিত: ০৯:৩৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৯

গাইবান্ধার দশ গুণীজনকে  সম্মাননা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৪ ফেব্রুয়ারি ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখায় গাইবান্ধার দশ গুণীজনকে ২০১৮-২০১৯ সালের শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে ‘ডেকেছিলে বলে ভোরের পাখিরা’ শীর্ষক এক অনুষ্ঠানে শনিবার রাতে শিল্পকলা মিলনায়তনে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি গুণীজনদের এই সম্মাননা প্রদান করেন। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ও পৌরসভার মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। সাংবাদিক অমিতাভ দাশ হিমুন ও শিরিন আকতারের সঞ্চালনায় এই মনোজ্ঞ অনুষ্ঠানে গুণীজনদের জীবন বৃত্তান্ত পাঠ করেন সাংবাদিক আরিফুল ইসলাম বাবু ও রিক্তু প্রসাদ। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা কালচারাল অফিসার মোঃ আলমগীর কবির। ২০১৮ সালে সংস্কৃতির ক্ষেত্রে সম্মাননা পেলেন নাট্যকলায় আব্দুর রাজ্জাক সোনা, সৃজনশীল সংস্কৃতি গবেষক আবু জাফর সাবু, সৃজনশীল সংগঠক জহুরুল কাইয়ুম, যন্ত্রশিল্পী আব্দুল হালিম চৌধুরী, আবৃত্তি দেবাশীষ দাশ দেবু। ২০১৯ সালে সম্মাননা পেলেন নৃত্যকলায় গোপাল প্রসাদ, চলচ্চিত্রে এম সাখাওয়াত হোসেন, কণ্ঠ সঙ্গীতে জাফরিন আলম, নাট্যকলায় আলমগীর কবির বাদল ও সৃজনশীল সংগঠন হিসেবে গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটার।
×