ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রস্তাবের ওপর ভোট মঙ্গলবার

প্রকাশিত: ১১:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রস্তাবের ওপর ভোট মঙ্গলবার

মেক্সিকো সীমান্ত বরাবর দেয়াল নির্মাণে কয়েক শ’ কোটি ডলার সংগ্রহের উদ্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় জরুরী অবস্থা ঘোষণা আটকে দেয়ার জন্য মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা একটি প্রস্তাবের ওপর আগামী সপ্তাহে ভোটাভুটিতে যাচ্ছেন। কংগ্রেস দেয়াল নির্মাণে এ বিপুল অর্থ অনুমোদনে অস্বীকৃতি প্রকাশ করলে ট্রাম্প জরুরী অবস্থা ঘোষণা করেন। খবর গার্ডিয়ানের। প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি এক সম্মেলনে বলেছেন, প্রেসিডেন্টের এ পদক্ষেপ আইনবহির্ভূত এবং আমাদের সংবিধানের গুরুতর লঙ্ঘন। তাই আমাদের সংবিধান ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, কংগ্রেসে জরুরী অবস্থার ওপর মঙ্গলবার ভোট হবে। তিনি বলেন, তিনি (প্রেসিডেন্ট) কেবল আইন বিভাগকেই অমর্যাদা করছেন না। অমর্যাদা করছেন যুক্তরাষ্ট্রের সংবিধানকেও। তিনি অমর্যাদা দেখাচ্ছেন তার পদের প্রতিও। উদ্যোগটিতে সফলতার সম্ভাবনা না থাকলেও সংবিধানে উল্লেখিত ক্ষমতার পৃথকীকরণের ব্যাপারে সরকারের আইন ও নির্বাহী বিভাগের মধ্যে একটা চরম বিরোধের সৃষ্টি করবে।
×