ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক রাজনীতির শিকার সাংবাদিক রেজাইয়ান

প্রকাশিত: ১১:০৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

আন্তর্জাতিক রাজনীতির শিকার সাংবাদিক রেজাইয়ান

আন্তর্জাতিক রাজনীতির শিকার হয়েছেন দ্য ওয়াশিংটন পোস্টের তেহরান প্রতিনিধি জেসন রেজাইয়ান। ইরানের কারাগারে তাকে কাটাতে হয়েছে ৫৪৪ দিন। ইরানের পরমাণু কর্মসূচীর ভবিষ্যত সামনে রেখে ইরানের এভিন কারাগারে তাকে বন্দী করে রাখা হয়। খবর এএফপির। ইরানী বংশোদ্ভূত পিতা আর মার্কিন নাগিরক মায়ের গর্ভে জন্ম রেজাইয়ানের। এএফপি দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমাকে একজন ইরানী হিসেবে দেখা হয়। কিন্তু যখন বাণিজ্যের বিষয়টি সামনে আসে, তখন আমাকে মার্কিন নাগরিক হিসেবে গণ্য করা হয়। তিনি বলেন, ‘এটা প্রতারণামূলক একটি উপায়। কিন্তু বাণিজ্য করার জন্য এটাই ইরানীয় পদ্ধতি।’ ৪২ বছর বয়সী রেজাইয়ান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তার ১৮ মাসের কারাজীবনের স্মৃতিচারণ নিয়ে ‘প্রিজনার’ বইটি জানুয়ারির শেষদিকে প্রকাশিত হয়। ২০১৪ সালের ২২ জুলাই ভিয়েনা থেক ফেরার পর তার স্ত্রী ইয়েগানাহ ও তাকে গ্রেফতার করা হয়। ভিয়েনায় রেজাইয়ান ইরান ও পি৫+১ (জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানি) -এর মধ্যে সমঝোতা চুক্তির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। রেজাইয়ান দু’বছর ধরে দ্য ওয়াশিংটন পোস্টে কাজ করছিলেন। ইরানের কর্তৃপক্ষ তাকে সিআইএ’র তেহরান প্রধান হিসেবে অভিযুক্ত করে আসছিল। ইরানের জিজ্ঞাসাবাদকারীরা সন্দেহ করছিল যে, রেজাইয়ান ইসলামিক রিপাবলিক এই দেশটিতে এ্যাভোকাডা আনতে ‘কিকস্টার্টার’ প্রচার শুরু করেছিলেন। উল্লেখ্য, এ্যাভোকাডা ফলটি ইরানে পাওয়া যায় না। রেজাইয়ান বলেন, ‘এ্যাভোকাডা ফার্মে কিকস্টার্টার প্রকল্প চালুর মতো খুবই সামান্য বিষয় দিয়ে সিআইএ’র তেহরান প্রধান হিসেবে আমাকে প্রমাণ করার চেষ্টা করা হয়। এটা খুবই অবান্তর।’ তিনি আরও বলেন, শীঘ্রই আমার গুরুত্ব উপলব্ধি করলাম। কারণ আমার ইরানী বংশোদ্ভূত স্ত্রী ইরানের পরমাণূ কর্মসূচীর ভবিষ্যত নির্ধারণে সমঝোতার সঙ্গে জড়িত ছিলেন। রেজাইয়ান বলেন, ‘প্রথমদিকে তারা বলত, শুধুমাত্র একজন সাংবাদিকের আমাদের কাছে কোন গুরুত্ব নেই।’ তারা গুরুত্ব বিষয়টি নিয়ে বার বার আলোচনা করত। তিনি ১৯৭৯ সালে তেহরানে মার্কিন কূটনীতিক আটকের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘বন্দী করে রাখার বিষয়ে ইরানের ব্যাপক খ্যাতি রয়েছে। বহু বছর যাবত তারা বাণিজ্যের জন্য এই বন্দীদের ব্যবহার করে আসছে।
×