ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শনি গ্রহে দিনের দৈর্ঘ্য পরিমাপ

প্রকাশিত: ১১:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

শনি গ্রহে দিনের দৈর্ঘ্য পরিমাপ

শনি গ্রহে যদি থাকতে হয় তাহলে কতক্ষণ জেগে থাকতে হবে। মাত্র সাড়ে ১০ ঘণ্টা, হ্যাঁ এটাই সত্যি। শনি গ্রহের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো নাসার মহাকাশযান ক্যাসিনির পাঠানো বার্তা থেকে এই তথ্য জানতে পেরেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর ফলে সৌরম-লের বিজ্ঞানের অনেক অজানা তথ্যই জানা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ক্যাসিনির পাঠানো তথ্য থেকে জানা যায়, শনি গ্রহে দিনের দৈর্ঘ্য ১০ ঘণ্টা ৩৩ মিনিট ৩৮ সেকেন্ড। পৃথিবীর ২৯ বছরের সমান শনির এক বছর। শনির বলয়ে ঢাকা পড়ে থাকায় এই তথ্য এতদিন অজানা ছিল বিজ্ঞানীদের। জ্যোতির্বিজ্ঞানের ছাত্র ক্রিস্টোফার ম্যাঙ্কোভিচ জানিয়েছেন, শনির বলয়ের তরঙ্গ নিয়ে পরীক্ষা চালিয়ে তিনি বুঝতে পেরেছেন, বলয়ের তরঙ্গ, গ্রহের মাধ্যাকর্ষণ ক্ষেত্রের তরঙ্গের সঙ্গে মিলে আন্দোলিত হয়। বলয়ের ভেতরের কণাগুলোতে সেই তরঙ্গ অনুভূত হলেও তাদের এক্ষেত্রে কোন ভূমিকা নেই। তবে বলয়ের নির্দিষ্ট অংশে এই কণাগুলোতে সেই তরঙ্গ মিশে যে শক্তি উৎপন্ন হয় তা থেকে উৎপন্ন হওয়া তরঙ্গ নিয়ে গবেষণা চালিয়েই শনির প্রদক্ষিণের সময় বুঝতে পেরেছেন বিজ্ঞানীরা। তারা আরও বলেছেন, পৃথিবী এবং বৃহস্পতির চৌম্বকীয় অক্ষ এবং যে অক্ষের ওপর গ্রহ দুটি ঘুরছে তা পরস্পরের বিপরীতে অবস্থিত। কিন্তু শনি গ্রহে এই দুটি অক্ষই এক দিকে। সেজন্যই বলয়ের ভেতরে হয়ে যাওয়া পরিবর্তনে গ্রহের দিনরাতের সময়ের হিসেব ধরতে পারছিলেন না বিজ্ঞানীরা। -নাসা
×