ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য উৎপাদন করছে ওয়ালটন

প্রকাশিত: ০৯:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য উৎপাদন করছে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য দেশে উৎপাদন করছে ওয়ালটন। এসব পণ্যের মান যেমন অনেক উন্নত, তেমনি দামেও সাশ্রয়ী। এতে করে স্থানীয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পখাত সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে। বিশেষ করে ইলেক্ট্রনিক্স পণ্যখাতের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পকে আর ও আমদানির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। এই শিল্পখাতের উৎপাদনশীলতাও আগের চেয়ে বেড়েছে। নিজস্ব ও দেশীয় অন্যান্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ পণ্য উৎপাদন শিল্পের চাহিদা মিটিয়ে ওয়ালটনের তৈরি ইন্ডাস্ট্রিয়াল সলিউশনসন পণ্য রফতানি হচ্ছে ইউরোপে। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য যেমন, কম্প্রেসর, প্লাস্টিক ও কেমিক্যাল কম্পোনেন্টস, ইলেকট্রিক কম্পোনেন্টস, মেকানিক্যাল কম্পোনেন্ট, হল্ট মেল্ট এ্যাডহেসিভ, মোল্ড, ডাই, এলজিপি, এলডিপি, ফাসেনার যেমন নাট, বোল্ট ও স্ক্রু, মাস্টারব্যাচ, অ্যালুমিনিয়াম ফয়েল অ্যান্ড বোথ সাইড টেপ প্রভৃতি পণ্যের বিক্রিতে ওয়ালটন ব্যাপক সাড়া পেয়েছে। দেশে এখন এসব পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইন্ডাস্ট্রিয়াল সলিউশন পণ্য রফতানির উদ্যোগ নেয়া হয়েছে। সাত বছরে আর্টিস্ট্রি মার্কেটিং এ্যান্ড কমিউনিকেশন্স ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজ্ঞাপনী সংস্থা আর্টিস্ট্রি মার্কেটিং এ্যান্ড কমিউনিকেশন্স লিমিটেড যাত্রা শুরুর ছয় বছর অতিক্রম করে সাত বছরে পা দিচ্ছে আজ। প্রতিষ্ঠানটি এরই মধ্যে সফলভাবে অবস্থান করে নিয়েছে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানিগুলোর মাঝখানে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পার্থ প্রতীম চৌধুরী বলেন, আমারা এখন দেশী বিদেশী মোট ১০০টি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত কাজ করে আসছি। বাংলাদেশ ছাড়াও আমরা ভারত, নেপাল, জার্মান, চায়নাসহ অন্যান্য দেশীয় কোম্পানির সঙ্গে দেশে এবং বিদেশে বিভিন্ন কার্যক্রম আস্থার সঙ্গে সমাপ্ত করেছি এবং অর্জন করেছি বিশেষ সুনাম। -বিজ্ঞপ্তি
×