ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমিরাত সফর শেষে ফিরলেন নৌপ্রধান

প্রকাশিত: ০৯:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

আমিরাত সফর শেষে ফিরলেন নৌপ্রধান

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সমরাস্ত্র প্রদর্শনী ‘নৌ প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী (এনএভিডিইএক্স)’ এবং ‘আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স) ও সম্মেলনে’ অংশগ্রহণ শেষে শনিবার দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান। আবুধাবিতে অবস্থানকালে নৌপ্রধান এনএভিডিইএক্স এবং আইডিইএক্স উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া সমরাস্ত্র প্রদর্শনীতে আগত বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলসমূহ পরিদর্শন করেন। -আইএসপিআর বিএসএমএমইউ ভিসির শ্রদ্ধাঞ্জলি ২১ ফেব্রুয়ারি প্রভাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এ সময় এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, ডিনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স-ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আন্তর্জাতিক এই দিবসটি উপলক্ষে ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়।- বিজ্ঞপ্তি
×