ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে রোহিঙ্গাদের গুলিতে পল্লী ডাক্তার নিহত

প্রকাশিত: ০৯:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

টেকনাফে রোহিঙ্গাদের গুলিতে পল্লী ডাক্তার নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে ডাঃ হামিদ নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছে। এ সময় হাসান আলী নামে এক রোহিঙ্গাও গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার রাতে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের শালবাগান ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত হামিদ নয়াপাড়ার বাসিন্দা ও একজন পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। জানা যায়, নিজ ডিসপেনসারিতে কর্মরত থাকা অবস্থায় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী (জঙ্গী)। সহকর্মী আরএসও জঙ্গীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়েই তারা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসীরা র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত ও রোহিঙ্গা জঙ্গী নুরুল আলমের অনুসারী। সন্ত্রাসী রোহিঙ্গাদের অভিযোগ তাদের গ্রুপ লিডার নুরুল আলমকে র‌্যাবের কাছে ধরিয়ে দেয়ার বিষয়ে ওই পল্লী চিকিৎসকের ভূমিকা রয়েছে। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পাহাড়ী এলাকা থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ও আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
×