ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আন্দোলন করলেও ডাকসু নির্বাচনে যাবে ছাত্রদল

প্রকাশিত: ০৯:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

আন্দোলন করলেও ডাকসু নির্বাচনে যাবে ছাত্রদল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সাত দফা দাবির জন্য আন্দোলনে করলেও আসন্ন ১১ মার্চের নির্বাচনে অংশ নিবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা। শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপির দলীয় অফিসে মনোনয়ন ফর্ম বিতরণ ও সংগ্রহ করা হয়। এদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় ও হল সংসদের প্যানেল ঘোষণা হবে বলে জানা যায়। অন্যদিকে নির্বাচন পেছানোসহ সাত দফা দাবিতে আজ সকাল ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কার্যালয়ে অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল। মনোনয়নের বিষয়ে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী বলেন, আমাদের দলীয় মনোনয়ন বিতরণ ও জমা নেয়া হচ্ছে। আগ্রহীদের মধ্য থেকে ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের চূড়ান্ত প্যানেল নির্ধারণ করা হবে। শনিবার দুপুরে মধুর ক্যান্টিনে আসেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। ঢাবি শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, আমাদের মূল লক্ষ্য হলো দাবি আদায় করেই নির্বাচনে অংশ নেয়া। আমরা প্রশাসনকে বারবার বলেছি, তড়িঘড়ি করে নির্বাচন হলে সেটা ফলপ্রসূ হবে না। আমাদের দাবির মধ্যেও আছে যৌক্তিক সময় পর্যন্ত নির্বাচন পেছানোর।
×