ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক সম্মেলন

প্রকাশিত: ০৯:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক সম্মেলন

বাকৃবি সংবাদদাতা॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেশের প্রাণি চিাকৎসক ও গবেষকদের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ (বিএসভিইআর)। বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. এ এস মাহফুজুল বারির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. এরিক ব্রুম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. হিরেশ রঞ্জন ভৌমিক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমদ উপস্থিত ছিলেন। এই বছর সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রাণিসম্পদের ভূমিকা। প্রথম দিনে প্রতিপাদ্য বিষয়ের ওপর একটি সিম্পোজিয়াম এবং ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট ওপরচুনিটিস্ট ফর দ্যা নেক্সট জেনেরেশন ভেটেরিনারিয়ানস’ শীর্ষক একটি প্লেনারি সেশনের অনুষ্ঠিত হয়। এছাড়াও চারটি সায়েন্টিফিক সেশন এবং বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী সম্মেলনের মোট ছয়টি সায়েন্টিফিক সেশনে ৬৬টি মৌখিক গবেষণা প্রবন্ধ এবং ৭৭টি পোস্টার উপস্থাপন করবেন দেশ-বিদেশের ভেটেরিনারিয়ান শিক্ষক, ফিল্ড ভেটেরিনারিয়ান, প্রাণিসম্পদ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। এর মধ্য থেকে ৩ জনকে সেরা গবেষণা প্রবন্ধ উপস্থাপক ও পোস্টার উপস্থাপককে হিসেবে পুরস্কৃত করা হবে। সম্মেলনের দ্বিতীয় দিনে জাপান, মালয়েশিয়া, চীন ও ভারত থেকে আমন্ত্রিত বিজ্ঞানীরা বাহক অণুজীব পোষক সম্পর্ক, ওয়ান হেলথ শিক্ষা, ভাইরাস পরিবহন ও দমন এবং গরুর প্রজনন সম্পর্কিত রোগের চিকিৎসা সম্পর্কে ৪টি নিবন্ধ উপস্থাপন করবেন।
×