ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমতলী মডেল স্কুলের অনুষ্ঠান এবার ঢাকায়

প্রকাশিত: ০৯:০০, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

আমতলী মডেল স্কুলের অনুষ্ঠান এবার ঢাকায়

বগুড়ার শিবগঞ্জের আমতলী মডেল স্কুলের অনুষ্ঠান শিক্ষামেলা এবার ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায়। আগামীকাল সোমবার বিকেল ৩টায় তিন দিনব্যাপী ব্যতিক্রমী এই মেলার উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সচিব রোকন-উদ-দৌলা, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক প্রফেসর ডাঃ এ জেড এম মাইদুল ইসলাম। দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেল ৩টায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি থাকবেন সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম। বুধবার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত সচিব রেজাউল আহসান, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও বিশিষ্ট সমাজসেবক লায়ন মোজাম্মেল হক। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মূল অনুষ্ঠান বিকেল ৩টা থেকে রাত ৯টা। মেলায় প্রদর্শিত হবে শিক্ষাবিষয়ক উপকরণ, গ্রামবাংলার বিলুপ্তপ্রায় নিদর্শন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধবিষয়ক খ-চিত্র ও দেশ-বিদেশের খ্যাতিমান ৭শ’ ব্যক্তির প্রতিকৃতিসহ আরও অনেক কিছু। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হৃদয়ে বাংলাদেশের ইতিহাস ধারণ করতে ‘বাংলাদেশের জন্মকথা’র ওপর দেখানো হবে প্রামাণ্যচিত্র। উদ্বোধন করা হবে গানের মিউজিক ভিডিও। এ ছাড়াও থাকবে জারি, সারি, কৌতুক, নাচ, গান ও নাটক। আরও থাকবে বিনাশর্তে সকাল ১০টা থেকে রাত ৯টার মধ্যে যে কোন স্কুলের ১ম-১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশের জন্মকথা পুস্তিকা পড়ার কর্মসূচী (অংশ নিলেই নগদ পুরস্কার), সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প। মেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে আকর্ষণীয় রঙিন স্মরণিকা। সবার জন্য উন্মুক্ত এই মেলা। -প্রেস বিজ্ঞপ্তি
×