ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বর্ণে মোড়ানো ডোনাট

প্রকাশিত: ০৮:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

স্বর্ণে মোড়ানো ডোনাট

কোন জিনিসের শুরুটা সবাই চমকপ্রদ করতে চায়। তবে ফ্লোরিডার এক ডোনাট কোম্পানি তাদের উদ্বোধন উপলক্ষে যা করল তা সত্যিই অবাক হওয়ার মতো। মাত্র এক শ’ ডলার মূল্যের একটি ডোনাটকে তারা স্বর্ণখচিত মোড়ক দিয়ে মুড়ে দিল। শুধু কি তাই? এর সঙ্গে দেয়া হলো দামী সাদা শ্যাম্পেন। ডোনাটটি তৈরি করা হয়েছে দামী সব উপকরণ দিয়ে। ডোনাটগুলো তৈরিতে ব্যবহার করা হয়েছে উবে গাছের শিকড় ও ফিলিপিন্স থেকে জোগাড় করা রক্ত বর্ণের মিঠে আলুসহ অন্যান্য উপাদান। -ইউপিআই টি-শার্ট পরার রেকর্ড এবার একসঙ্গে ২৬০টি টি-শার্ট গায়ে পরে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের অন্টারিওর এক বাসিন্দা। তার শিশু নিকেতনের জন্য অর্থ জোগাড় করতে টেড হেস্টিং এই কাজ করেন। গিনেস বুক কর্তৃপক্ষ তার এ কাজের স্বীকৃতিও দিয়েছে। অবশ্য টেড হেস্টিয়ের ১১ বছর বয়সী ছেলে একসঙ্গে অনেকগুলো টি-শার্ট পরে রেকর্ড গড়েছিল। টেড হেস্টিং বলেন, আগের রেকর্ড থেকে আমি তিনগুণ বেশি টি-শার্ট পরেছি। এই অভিজ্ঞতা সত্যিই চমকপ্রদ। -ইউপিআই।
×