ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জরুরী অবস্থা জারি সুদানে ॥ কেন্দ্রীয় সরকার বিলুপ্ত

প্রকাশিত: ০৮:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

জরুরী অবস্থা জারি সুদানে ॥ কেন্দ্রীয় সরকার বিলুপ্ত

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দেশজুড়ে এক বছরের জন্য জরুরী ব্যবস্থা জারি করে কেন্দ্রীয় সরকার বিলুপ্ত এবং সব অঙ্গরাজ্যের গবর্নরদের বরখাস্ত করেছেন। শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ জরুরী অবস্থা জারি করেন বলে জানায় বিবিসি। তার এ ঘোষণার পর ওমদুরমান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। সম্প্রতি উত্তর আফ্রিকার দেশ সুদানে বশিরবিরোধী তুমুল বিক্ষোভ দেখা দিয়েছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে হংকংয়ে দুই সৌদি বোন মাত্র একমাস আগেই মৃত্যুভয়ে সৌদি আরবের ঘরপালানো তরুণী রাহাফকে নিয়ে তোলপাড়ের পর এবার একইরকম আরেকটি ঘটনায় ঘরপালানো দুই সৌদি বোনের হংকংয়ে আত্মগোপন করে থাকার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার তাদের আইনজীবী এ কথা জানান। আলজাজিরা।
×