ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক সিগারেটেই পুড়ল তিন শ’ গাড়ি

প্রকাশিত: ০৮:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

এক সিগারেটেই পুড়ল তিন শ’ গাড়ি

ভারতের বেঙ্গালুরুর এয়ার শোর ভেন্যুর পার্কিং লটে বড় ধরনের অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দুপুরের পরপরই লাগা এ আগুনের উৎপত্তি খোলা মাঠে ঘাসের মধ্যে ফেলে দেয়া জ্বলন্ত সিগারেটের টুকরো থেকে বলে ধারণা কর্মকর্তাদের। খবর এনডিটিভির। বেঙ্গালুরুর উত্তরে ইয়ালাহাঙ্কা বিমান ঘাঁটির কাছের আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। দ্বিবার্ষিক ‘এ্যারো ইন্ডিয়া ২০১৯’ অনুষ্ঠানের জন্য এই ঘাঁটিটিতে শতাধিক বিমান পার্ক করে রাখা হয়েছে। শুকনা ঘাস ও জোরালো বাতাসের জন্য আগুন দ্রুত ছড়িয়েছে পড়েছে বলে জানিয়েছেন পুলিশের উর্ধতন কর্মকর্তা এমএন রেড্ডি। আগুন খোলা ওই প্রাঙ্গণে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ সারি দিয়ে রাখা শত শত গাড়িকে ঘিরে ফেলেছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। ২০টি গাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে এবং দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বলে এক টুইটে রেড্ডি জানিয়েছেন। অগ্নিকাণ্ডের জন্য এয়ার শো কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কোনো বিমান ঘাঁটি ছেড়ে যায়নি। বুধবার থেকে পাঁচ দিনের এই এয়ার শো শুরু হয়। এর একদিন আগে মঙ্গলবার শোর জন্য মহড়ার সময় ইয়ালাহাঙ্কা বিমান ঘাঁটির আকাশে এক দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর দুটি জঙ্গী বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। রবিবার ওই এয়ার শো শেষ হওয়ার কথা রয়েছে।
×