ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলা সীমান্তে হতাহতে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

প্রকাশিত: ০৮:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

ভেনিজুয়েলা সীমান্তে হতাহতে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

ব্রাজিল সীমান্তে ভেনিজুয়েলার সামরিক শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সীমান্তে সেনাবাহিনীর গুলিতে দুই আদিবাসী নিহত এবং অপর ১৫ জন আহত হওয়ায় যুক্তরাষ্ট্র এ নিন্দা জানায়। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ কথা জানা গেছে। এদিকে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়েইদো দাবি করেছেন, সামরিক বাহিনী তাকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করতে সহায়তা করেছে। যেজন্য তিনি কলম্বিয়া সীমান্তে মানবিক ত্রাণ সহায়তার জন্য আয়োজিত দাতব্য কনসার্টে যোগ দিতে সমর্থ হয়েছেন। কনসার্টে হাজার হাজার লোক জড়ো হয়েছেন। -এএফপি ও গার্ডিয়ান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলের সঙ্গে ভেনিজুয়েলার সীমান্তে নিরস্ত্র বেসামরিক লোক ও নিরীহ স্বেচ্ছাসেবকদের ওপর দেশটির সেনাবাহিনীর শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে আরও বলা হয়েছে, ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে অবশ্যই দেশটিতে শান্তিপূর্ণভাবে ত্রাণ সহায়তা সরবরাহের সুযোগ দিতে হবে। বিশ্ব পুরো বিষয়টি নজরে রাখছে। গুয়েইদো মাদুরোর তীব্র সমালোচনা করে বলেন, তিনি অপ্রত্যাশিতভাবে কলম্বিয়া সীমান্ত শহর কুকুটায় অনুষ্ঠিত কনসার্টে যোগ দিতে পেরেছেন। তিনি দাবি করেন, সেনাবাহিনী তাকে বিদেশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করতে সহায়তা করেছে। কয়েক ঘণ্টা পর কারাকাস জানিয়েছে, তারা কলম্বিয়া সীমান্তজুড়ে পুরো তাচিরা এলাকা বন্ধ করে দিয়েছে। এলাকাটি পশ্চিমাঞ্চলীয় রাজ্যের শহর। কুকুটা সীমান্তে অবস্থিত।
×