ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৈরিতার অবসান চাই

প্রকাশিত: ০৮:৫১, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

বৈরিতার অবসান চাই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি জঙ্গী হামলার বিষয়ে স্থানীয় সময় শুক্রবার বিকেলে ওভাল অফিসে সাংবাদিকদের কাছে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে। আমরা ভারত-পাকিস্তান বৈরিতার অবসান চাই। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক দারুণ উন্নতি হয়েছে। আফগানিস্তান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন চলে আসছিল। পাকিস্তানের সাহায্যের পরিমাণও কমিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি অনলাইনের। জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের লক্ষ্যে ওই এলাকায় শুক্রবার রাতে আধা-সামরিক বাহিনীর শতাধিক কোম্পানি পাঠিয়েছে নয়াদিল্লী। একই দিন ওই আধা-সামরিক বাহিনীর অভিযানে স্থানীয় জামায়াত ইসলামী নেতা ইয়াসিন মালিককে আটক করা হয়। ইয়াসিন মালিকের শ্রীনগরের মাইসুমা এলাকার বাড়ি থেকে তাকে আটক করা হয়। একই দিন কাশ্মীর উপত্যকাজুড়ে শুক্রবার রাতভর পরিচালিত অভিযানে স্থানীয় জামায়াত প্রধান আবদুল হামিদ ফায়েজকেও আটক করা হয়। এদিকে দুজন পাকিস্তানী শূটার ও তাদের ম্যানেজারকে ভিসা না দেয়ায় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চাপের মুখে পড়েছে ভারত। শূটিং বিশ্বকাপে যোগ দিতে এদের ভারতে আসার কথা ছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি সিদ্ধান্ত নিয়েছে, যেসব আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছিল, সেগুলো স্থগিত করে দেয়া হবে। এরপরে অলিম্পিকের মতো কোন প্রতিযোগিতা ভারতে করতে হলে সেদেশের সরকারকে লিখিত প্রতিশ্রুতি দিয়ে বলতে হবে যে, কোন প্রতিযোগী দেশের সঙ্গে বৈষম্য করা হবে না। ভারতের আন্তর্জাতিক শূটার জয়দীপ কর্মকার বলেন, আইওসির এই সিদ্ধান্তের ফলে খেলার জগতের ক্ষতি ছাড়া অন্য কিছু হল না। আইওসি বলেছে, ভারতের এই সিদ্ধান্ত অলিম্পিক চার্টার লঙ্ঘনের শামিল। অলিম্পিক চার্টারে বলা আছে, আয়োজক দেশ জাতি-ধর্ম বা রাজনৈতিক কারণে কোন প্রতিযোগীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। পুলওয়ামা হামলা প্রসঙ্গে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে বর্তমানে ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। ওই হামলায় প্রচুর মানুষ মারা গেছে। আমরা শুধু চাই এই হিংসা অবিলম্বে বন্ধ হোক। আমরা এই প্রক্রিয়াটার সঙ্গে জড়িত। ভারতের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ভারত খুব কড়া জবাব দেয়ার কথা ভাবছে। হামলায় প্রায় ৫০ জনের প্রাণহানির পর এরকম মানসিকতা জন্মাতেই পারে। আমরা দুই দেশের সঙ্গেই কথা বলছি। প্রচুর মানুষ কথা বলছে। যা ঘটেছে তার জন্য ভারত-পাকিস্তানের মধ্যে প্রচুর সমস্যা তৈরি হয়েছে। তবে ভারসাম্য বজায় রেখে এ বিষয়ে আলোচনা করতে হবে। পুলওয়ামা হামলার জেরে পাকিস্তানকে দেয়া সবচেয়ে সুবিধাভোগী দেশের মর্যাদা তুলে নেয় ভারত। ১৯৯৬ সাল থেকে ভারতের কাছ থেকে পাকিস্তান এ সুবিধা পেয়ে আসছিল। একই সঙ্গে পাকিস্তান থেকে আমদানি করা পণ্যে দুই শ’ শতাংশ শুল্ক আরোপ করে দিল্লী। কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৭৮টি গাড়ি লক্ষ্য করে জঙ্গী হামলা চালানো হয়। এতে সিআরপিএফর অন্তত ৫০ সদস্য নিহত হন।
×