ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও

প্রকাশিত: ০৮:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ীতে ১৩ বছরের কিশোরীর বিয়ে ঠেকালেন ইউএনও হাসিনা আক্তার। আজ শনিবার দুপুরে এই বিয়ে বন্ধ করে স্ট্যাম্পে দু’পক্ষের মুচলেকা নিয়ে ছেড়ে দেন। উপজেলার ধীপুর গ্রামের সামসুল ইসলামের পুত্র রংমিস্ত্রি বহু বিবাহিত মো. জামানের (৩৭) সাথে পার্শ্ববর্তী পূর্ব আউটশাহী গ্রামের রিক্সাচালক কাসেম শেখের মেয়ে বলই ইসলামিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়ার (১৩) বিয়ের প্রস্তুতি চলছিল। আজ শনিবার সুমাইয়াকে পিতার বাড়ি থেকে বর ও বর পক্ষের লোকেরা জামানের বাড়িতে সাদামাটাভাবে উঠিয়ে নেয়ার কথা। বিষয়টি জানতে পেরে পুলিশ দিয়ে কাসেম শেখ, তার স্ত্রী ডলি বেগম, মেয়ে সুমাইয়া ও বর জামানকে ইউএনও অফিসে নিয়ে আসা হয়। জামান ইউএনওকে জানান, এর আগেও সে আরো তিনটি বিয়ে করেছিলেন। এক এক করে সকলে তাকে ছেড়ে চলে গেছে। ইউএনও মোছাম্মৎ হাসিনা আক্তার জানান, ছুটির দিবস থাকলেও অফিসে এসে বিয়ে বন্ধ করে দু’পক্ষের মুচলেকা রাখা হয়েছে। আইন অমান্য করে বিবাহ সম্পন্ন করলে উভয় পক্ষকে মোবাইল কোর্টে সাজা দেয়া হবে। টঙ্গীবাড়ি ক্যাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, উভয় পক্ষ বিয়ের ব্যাপারে আইনী পরামর্শের জন্য তাঁর কাছে এসেছিলেন, তিনি বাল্যবিয়ের আইন উল্লেখ করে এটি শাস্তিযোগ্য অপরাধ বলে তাদের এ থেকে বিরত থাকার পরামর্শ দেন ।
×