ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় কৃষক খুন

প্রকাশিত: ০৮:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

নেত্রকোনায় কৃষক খুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বোরো জমিতে সেচের পানি দেওয়া নিয়ে বিরোধের জের ধরে আপন ভাই ও ভাতিজাদের হামলায় ফজলুর রহমান (৫৮) নামে এক কৃষক নিহত ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের বেলাটী গ্রামে। হামলায় আহত আব্দুর রাজ্জাককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শ্যালো ইঞ্জিনের মাধ্যমে বোরো জমিতে সেচের পানি দেওয়া নিয়ে শুক্রবার বেলাটী গ্রামের কৃষক ফজলুর রহমানের সাথে তার আপন ছোট ভাই আতিউর রহমানের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আজ শনিবার দুপুরে আতিউর রহমান তার ছেলে ও ভাতিজাদের নিয়ে বড় ভাই ফজলুর রহমানের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে ফজলুর রহমান ও তার ছেলে আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ফজলুর রহমান মারা যান। কেন্দুয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে।
×