ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালে দুই দালালের কারাদন্ড

প্রকাশিত: ০৫:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

বরিশালে দুই দালালের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ লঞ্চের টিকিট কালোবাজারে বিক্রির অপরাধে বরিশাল নদী বন্দর এলাকা থেকে দুই দালালকে আটক করে দুইমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত দশটার দিকে বরিশাল নদী বন্দর কর্মকর্তা এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই দন্ডপ্রাপ্তদের সাজা প্রদানের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটার দিকে বরিশাল নদী বন্দর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাবু খান (৪৫) ও জাহিদ হোসেন (৩৪) নামের দুই দালালকে আটক করেন। এরমধ্যে বাবু খানকে পারাবাত লঞ্চের ডাবল কেবিন নির্ধারিত ১৮শ’ টাকার পরিবর্তে ছয় হাজার টাকায় বিক্রি করার অপরাধে এবং জাহিদ হোসেনকে সুন্দরবন লঞ্চের টিকিট সাথে রেখে যাত্রীদের সাথে প্রতারণা ও নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়ায় কেবিন বিক্রির অপরাধে আটক করা হয়। পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়।
×