ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ’৭১ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী আজ কুমিল্লায়

প্রকাশিত: ১০:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 গণহত্যা-নির্যাতন ও  মুক্তিযুদ্ধ ’৭১ শীর্ষক  প্রশিক্ষণ কোর্সের  সমাপনী আজ কুমিল্লায়

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ ফেব্রুয়ারি ॥ গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ’৭১ শীর্ষক পঞ্চম প্রশিক্ষণ পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট কোর্সের কুমিল্লায় সমাপনী দিন শনিবার। কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ে ৮ দিনের এ কোর্সের সমাপনী বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন। মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা করবেন দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক লেখক ও গবেষক স্বদেশ রায়। মুক্তিযুদ্ধে স্থানীয় ইতিহাস চর্চা বিষয়ে আলোচনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক (অব) ড. মোঃ মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধে পরাশক্তির ভূমিকা বিষয়ে আলোচনা করবেন বিইউপির বঙ্গবন্ধু চেয়ার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সৈয়দ আনোয়ার হোসেন, অবরুদ্ধ বাংলাদেশ ১৯৭১ শীর্ষক আলোচনা করবেন বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসির মামুন। এর আগে গত ১৭ জানুয়ারি কুমিল্লা ক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন এ কোর্সের গবেষণা পরিচালক ড. মোঃ মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ রতন কুমার সাহা, অজিতগুহ কলেজের অধ্যক্ষ ও আয়োজন পর্ষদের সদস্য সচিব হাসান ইমাম মজুমদার ফটিক। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী শহীদ কাদের। প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুনুর রশীদ, খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান, বাংলা একাডেমির গবেষণা কর্মকর্তা মামুন সিদ্দিকী, যশোর শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. মোল্লা আমির হোসেন, পিএসসির সদস্য আসাদ মান্নান, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক (অব) শিল্পী হাশেম খান, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর প্রতীক কাজী সাজ্জাদ আলী জহির, জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. মোঃ মনিরুজ্জামান, অধ্যাপক আহাম্মেদ শরীফ প্রমুখ বিভিন্ন সেশনে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
×