ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাজার

মাছ ও মুরগির দাম আরেক দফা বাড়ল, সবজিতে স্বস্তি

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 মাছ ও মুরগির দাম আরেক দফা বাড়ল, সবজিতে স্বস্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিত্যপণ্যের বাজারে মাছ ও মুরগির দাম আরেক দফা বেড়েছে। সরবরাহ পর্যাপ্ত থাকায় স্বস্তি রয়েছে সবজির বাজারে। বেশিরভাগ সবজি কেজিতে ১০-৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কেজিতে ১০ টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। এছাড়া বাড়তির দিকে রয়েছে মসুর ডালের দাম। প্রতিকেজি মসুর ডাল ১১০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। চাল, আটা, ভোজ্যতেল, চিনি ও পেঁয়াজের দাম স্থিতিশীল। শুক্রবার রাজধানীর ফকিরাপুল বাজার, কাওরান বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট ও মিরপুর সিটি কর্পোরেশন বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এদিকে, সবজিতে ভরপুর রাজধানীর কাঁচাবাজার। উৎপাদনের সঙ্গে সরবরাহ পর্যাপ্ত থাকায় বেশিরভাগ সবজির দামে ক্রেতাদের স্বস্তি রয়েছে। মৌসুম শেষ হলে বাজারে পাওয়া যাচ্ছে শীতের সবজি। দেশী জাতের লাল টক টমেটো বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। সস্তায় পেয়ে ভোক্তারা বেশি করে টমেটো কিনছেন। বছরের বেশিরভাগ সময় এই টমেটো ৭০-১২০ টাকায় বিক্রি হয়েছে। বাজারে পাওয়া যাচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, লাউ, করল্লা, বেগুন, কাঁচকলা, পেঁপেসহ সব ধরনের সবজি। সবজির দাম নাগালের মধ্যে থাকলেও মাছের বাজার চড়া। বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৪৫-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের লাল বড় জাতের মুরগি আরও বেশি দামে বিক্রি হচ্ছে। পিকনিক, বিয়েশাদীসহ বিভিন্ন ধরনের উৎসব থাকায় এ সময় মুরগির চাহিদা বেশি থাকে। এ কারণে মুরগি বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া বাজারগুলোতে গরুর ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস আগের মতোই ৫০০ টাকা কেজি, খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। প্রতিকেজি পেঁয়াজ ২০-২৫ টাকা এবং নতুন আলু ১৫-২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতিহালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে ৩৫-৩৮ টাকায়। অন্যদিকে, বাজারে সব ধরনের মাছের দাম বেড়েছে। বিশেষ করে দেশী জাতের মাছ কিনতে ক্রেতাদের বেশি পয়সা গুনতে হচ্ছে। সাইজ ও মানভেদে প্রতিকেজি চিংড়ি ৬০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই, কাতলা, মৃগেল ও কার্প জাতীয় মাছ ২০০-৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। বাজারে ইলিশ মাছের সরবরাহ রয়েছে, তবে দাম বেড়েছে।
×