ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

প্রকাশিত: ০৯:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 নিউজিল্যান্ডের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত দলে ১৩ সদস্য রয়েছেন। দলে ফিরেছেন লেগ স্পিনার টড এ্যাস্টল। হ্যামিল্টনের স্যাডন পার্কে ২৮ ফেব্রুয়ারি প্রথম টেস্ট শুরু হওয়া দিয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এরপর ওয়েলিংটনে ৮ মার্চ দ্বিতীয় ও ক্রাইস্টচার্চে ১৬ মার্চ তৃতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। বেশ চমক জাগিয়েই দলে ডাক পেয়েছেন মাত্র ৩ টেস্ট খেলা লেগ স্পিনার টড এ্যাস্টল। বাদ পড়ে গেছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। অস্ত্রোপচারের পর আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে খেলা স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে দলে বিবেচনা করা হয়নি। গত মার্চে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে খেলায় চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন ২০১২ সালে টেস্ট অভিষিক্ত এ্যাস্টল। সেই সিরিজেই আবুধাবিতে অভিষেকে ৫৯ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ৪ রানের জয়ে বড় অবদান রাখেন এজাজ। পরের চার ইনিংসে ৬ উইকেট নেয়া বাঁহাতি এই স্পিনারের জায়গা হলো না দলে। ১৩ সদস্যের দলে আরও সুযোগ পেয়েছেন দেশের হয়ে এখনও কোন আন্তর্জাতিক ম্যাচ না খেলা উইল ইয়ং। এছাড়া নিউজিল্যান্ডের ব্যাটিং ও পেস বোলিং ইউনিটে কোন পরিবর্তন আসেনি। নির্বাচক গ্যাভিন লারসেন জানান, নিউজিল্যান্ডের কন্ডিশনে রিস্ট স্পিন কেমন করে দেখতে চোট কাটিয়ে ফেরা এ্যাস্টলকে টেস্ট সিরিজের দলে নেয়া হয়েছে। নিউজিল্যান্ড দল ॥ কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলস, জিত র‌্যাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।
×