ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে আজ থেকে শুরু আন্তর্জাতিক সলিডারিটি আরচারি

প্রকাশিত: ০৯:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 টঙ্গীতে আজ থেকে শুরু আন্তর্জাতিক সলিডারিটি আরচারি

স্পোর্টস রিপোর্টার ॥ টঙ্গীতে শনিবার থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হচ্ছে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। প্রথমদিন হবে র‌্যাঙ্কিংয়ের বাছাইয়ের লড়াই। ২৬টি দেশ নিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে ২৬ ফেব্রুয়ারি। মোট ৩০টি পদকের জন্য লড়বেন ১৪৮ আরচার। ২০১৬ সালে প্রথম আসরে অংশ নিয়েছিল ১৪টি দেশ। দ্বিতীয় আসরে ১৭টি। এবারের ২৬টি দেশের মধ্যে ১৩টিই নতুন দেশ। এই আসরে জার্মানি, ভারতের তীরন্দাজরা অংশ নিচ্ছেন বলে বাংলাদেশের আরচারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রথম আসরে ৬টি এবং দ্বিতীয় আসরে ৫টি স্বর্ণ জেতা বাংলাদেশের তীরন্দাজরা এবার জোর গলায় স্বর্ণজয়ের প্রুতিশ্রুতি দেননি। রিকার্ভ পুরুষ একক, পুরুষ দলীয়, নারী একক, নারী দলীয় এবং মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, পুরুষ দলীয়, নারী একক, নারী দলীয় এবং মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের ১৬ আরচার অংশ নিচ্ছেন। আজ সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
×