ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মঘাতী গোল করেও হার এড়াল শেখ জামাল

প্রকাশিত: ০৯:৪০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 আত্মঘাতী গোল করেও হার এড়াল শেখ  জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শনিবার দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল সর্বাধিক ১৯ বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম তিনবারের শিরোপাধারী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কোন দল জেতেওনি, আবার হারেওনি। ড্র করেছে ১-১ গোলে। দু’দলেরই এটি টানা দ্বিতীয় ড্র। এই ড্র’তে ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডান। আর ৮ খেলায় ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই থাকল ‘বেঙ্গল ইয়োলাস’ খ্যাত শেখ জামাল। খেলার শুরুতে উভয় দলই ৪-৩-৩ ফমের্শনে খেলে। ৮ মিনিটে বক্সের সামান্য দূরেই বাঁপ্রান্তে ফ্রি কিক পায় জামাল। বল নিয়ে বক্সের উদ্দেশ্যে যাবার মুহূর্তে লুসিয়ানোকে ফাউল করেন মোহামেডানের নাইজিরিয়ান ডিফেন্ডার ওরিয়াকো। রেফারি ভুবন মোহন ফ্রি কিকের নির্দেশ দেন। গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্মের উঁচু শট বক্সে জটলার মধ্যে পেয়ে লাফিয়ে উঠে হেড করেন ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি। কিন্তু বল অল্পের জন্য জালে না জড়ানোতে হতাশায় পুড়েন এই ফরোয়ার্ড। ১৬ মিনিটে আবারও ফ্রি কিক পায় জোসেফ আফুসির শিষ্যরা বক্স থেকে প্রায় দশ গজ দূরে। এবার ফ্রি কিক নেন দলীয় অধিনায়ক সলোমন। তার ভাসিয়ে দেয়া বল দক্ষতার সঙ্গে গ্রিপ করেন মোহামেডানের গোলরক্ষক সারোয়ার জাহান। ২৪ মিনিটে এক গোল উপহার দিয়ে প্রতিপক্ষকে এগিয়ে দেয় শেখ জামাল। মাঝমাঠ থেকে মোহামেডানের মিডফিল্ডার অনিক ঘোষের দূরপাল্লার উঁচু শট বক্সের বাঁপ্রান্ত থেকে হেডে নিজেদের গোলরক্ষকের উদ্দেশে বাড়িয়ে দিতে যান জামাল ডিফেন্ডার মনির হোসেন। কিন্তু পোস্ট ছেড়ে অনেকটা সামনে চলে এসেছিলেন গোলরক্ষক। যে কারণে বলটি আয়ত্তে নিতে পারেননি। ফাঁকা পোস্টে বলটি চলে যাওয়াতে গোল উপহার পেয়ে যায় সাদা-কালোরা (১-০)। তবে দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া শেখ জামাল চেষ্টার কোন কমতি রাখেনি। ৬৩ মিনিটে সফলও পায় তারা। কিরগিজ ফরোয়ার্ড ডেভিড ব্রুসের জোগান দেয়া বলে বক্সের প্রায় দশ গজ দূর থেকে ডান পায়ের আচমকা তীব্র উঁচু শট নেন সলোমন কিং। গোলরক্ষক কোন কিছু বুঝে উঠার আগেই বল আশ্রয় নেয় জালে (১-১)। দ্বিতীয়ার্ধে বেশ ক’বার মেজাজ হারায় মোহামেডানের খেলোয়াড়রা। পেনাল্টির দাবি তুলে রেফারির সঙ্গে তর্কে জড়ান তারা। ডাগআউটে দাঁড়ানো কর্তারাও রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমনকি খেলোয়াড়দের মাঠ থেকে উঠে আসার নির্দেশও দিয়েছিলেন ম্যানেজার বাবু। যদিও পরে তিনি তা অস্বীকার করেন। শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি দুই দল। তবে জিততে না পারলেও এই ড্র মোহামেডানের জন্য অনেক স্বস্তির। কেননা এবারের লীগে তারা অনেক দুর্বল দল। ম্যাচ শেষে মোহামেডানের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচ নিয়ে কোন সমস্যা নেই। আমাদের মূল সমস্যা হলো ফুটবলাররা তাদের সেরাটা মেলে ধরতে পারছে না। ঠিকমতো ফিনিশিং করতে পারছে না। বিদেশীদের কাছ থেকেও প্রত্যাশানুযায়ী সার্ভিস পাচ্ছি না। সবচেয়ে বড় কথা হলো দলের সেরা সাত ফুটবলার চোটের কারণে খেলতে পারছে না।’
×