ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পোর্ট এলিজাবেথে বোলারদের দাপট

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 পোর্ট এলিজাবেথে বোলারদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ পোর্ট এলিজাবেথ টেস্টে চলছে বোলারদের দাপট। প্রথম ইনিংসে সফরকারী শ্রীলঙ্কাকে ১৫৪ রানে গুঁড়িয়ে দেয়ার পর দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ২২২ রানে। শুক্রবার দ্বিতীয়দিন এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৮ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা! সব মিলিয়ে লিড ১৯৬ রানের। বিপর্যয়ের মাঝে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস (৫০*)। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল এইডেন মার্করাম (১৮) ও হাসিম আমলা (৩২)। আর কেউ সুবিধা করতে পারেনি। ডিন এলগার ২, টেম্বা বাভুমা ৬ ও কুইন্টন ডি কক ফেরেন মাত্র ১ রান করে। লঙ্কানদের হয়ে পেসার সুরাঙ্গা লাকমল নেন ৪ উইকেট। উল্লেখ্য, ডারবানে ১ উইকেটের নাটকীয় জয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে সফরকারীরা। উইকেটের ঘাসের ছোঁয়া ছিল। তবে খুব পেস সহায়ক নয়, বরং খানিকটা মন্থর। ব্যাটিংয়ের জন্যই বেশ ভালই। শুরুর সময়টায় শুধু ছিল পেসারদের খানিকটা সহায়তা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকান টপঅর্ডার নিতে পারেনি সেই চ্যালেঞ্জ। ওপেনার ডিন এলগারকে ৬ রানে বোল্ড করেন বিশ্ব ফার্নান্দো। পরের বলেই এই বাঁহাতি পেসার বোল্ড করে দেন অভিজ্ঞ হাশিম আমলাকে। পরের ওভারেই আরেকটি ধাক্কা। এবার রান আউট টেম্বা বাভুমা। ১৫ রানেই ৩ উইকেট নেই দক্ষিণ আফ্রিকার। চতুর্থ উইকেটে এইডেন মার্করাম ও ফাফ ডুপ্লেসিস গড়েছিলেন প্রতিরোধ। দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে ফিরিয়ে ৫৮ রানের সেই জুটি ভাঙ্গেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে। অনিয়মিত বোলার করুনারত্নে ২৫ রানে বোল্ড করে দেন ডুপ্লেসিসকে। পরের জুটিতে মার্করাম ও ডি কক যোগ করেন ৫৭ রান। ৬০ রান করা মার্করামকে বোল্ড করে দেন রাজিথা। লোয়ার অর্ডারদের নিয়ে দলকে টেনেছেন ডি কক। ইনিংসের সর্বোচ্চ জুটি গড়ে ওঠে অষ্টম উইকেটে। কাগিসো রাবাদা দেন সঙ্গ, সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ডি কক বাড়ান রান। গড়ে ওঠে ৫৯ রানের জুটি। লঙ্কানদের মাথাব্যথা হয়ে ওঠা এই জুটি ভাঙ্গেন ধনঞ্জয়া ডি সিলভা, মূল বোলার না হয়েও জুটি ভাঙ্গার যার জুড়ি নেই। দারুণ এক ডেলিভারিতে এই অফ স্পিনার বোল্ড করে দেন ডি কককে। ১২ চারে ৮৭ বলে ৮৬ করে ফেরেন ডি কক। পরে রাবাদাকেও ফেরান ধনঞ্জয়া। ৬ রানের মধ্যে শেষ ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে সাবধানী ব্যাটিংয়ে প্রথম ১০ ওভার কাটিয়ে দিয়েছিল নির্বিঘ্নে। প্রোটিয়া পেসাররা ছোবল দেয় এরপরই। অধিনায়ক দিমুথ করুনারত্নকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন রাবাদা। ডুয়ানে অলিভিয়েরা ফেরান ওশাদা ফার্নান্দো ও কুসল মেন্ডিসকে। প্রথম ইনিংসে ১৫৪ রানে থেমে যায় লঙ্কানদের সংগ্রহ। সর্বোচ্চ ৪২ রান করেন নিরোশান দিকওয়েলা। দক্ষিণ আফ্রিকার হয়ে পেসার রাবাদা নেন ৪ উইকেট। ৩ উইকেট ডিন অলিভিয়েরার।
×