ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চূড়ান্ত বাছাইয়ের অপেক্ষায় বাফুফে

প্রকাশিত: ০৯:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 চূড়ান্ত বাছাইয়ের অপেক্ষায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মার্চে ঢাকার বাড্ডার বেরাইদে চালু হওয়ার কথা বাফুফে ফুটবল একাডেমি। এই একাডেমির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন খেলোয়াড় বাছাই শুরু করে গত ২৬ জানুয়ারি থেকে। প্রথমে জেলা এরপর বিভাগীয় পর্যায়ে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জেলায় প্রথম দু’দিন অনুর্ধ-১৫ ও ১৬, পরের দুইদিন অনুর্ধ-১৮ ও ১৯ বয়সী ফুটবলারদের ট্রায়াল দেয়া হয়। একই ভাগে বিভাগীয় পর্যায়ে হয়েছে প্রতিভা অন্বেষণ কর্মসূচী। জেলা এবং বিভাগীয় পর্যায়ে শেষে ১৯-২২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার কমলাপুর স্টেডিয়ামে হয়েছে ঢাকা বিভাগীয় বাছাই প্রক্রিয়া। তবে এখনও চূড়ান্ত বাছাই সম্পন্ন হয়নি। মেডিক্যাল টেস্ট করে বয়স নির্ধারণ করা হবে। তখনই মূলত একাডেমির জন্য খেলোয়াড় বাছাই করবে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ট্যালেন্ট হান্ট পোগ্রামের কার্যক্রম উপলক্ষে শুক্রবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। এর আগে ২০১৪ সালে সিলেটে বিকেএসপি একাডেমি করেছিল বাফুফে। খুব ঘটা করে উদ্বোধন করলেও পরে বন্ধ হয়ে যায় ফুটবলার তৈরির পাঠশালাটি। মূলত ইউরোপের ক্লাবগুলোই নিজেরা একাডেমি করে। বাংলাদেশে তার ব্যতিক্রম।
×