ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছন্দহীন সিমোনা হ্যালেপ

প্রকাশিত: ০৯:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 ছন্দহীন সিমোনা হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি হতাশাজনক সপ্তাহ পার করলেন সিমোনা হ্যালেপ। দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন রোমানিয়ার এই টেনিস তারকা। বৃহস্পতিবার তাকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করলেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ। সুইস তারকার কাছে এদিন ৪-৬, ৬-৪ এবং ৬-২ গেমে হার মানেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড় সিমোনা হ্যালেপ। রোমানিয়ান তারকা হেরে গেলেও প্রত্যাশিত জয়ে দুবাই চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন পেত্রা কেভিতোভা এবং এলিনা সিতলিনা। চেক প্রজাতন্ত্রের কেভিতোভা এদিন কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৬-৪ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন ভিক্টোরিয়া কুজমোভাকে। কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে এলিনা সিতলিনাও সহজ জয় পান। এদিন তিনি ৬-২ এবং ৬-৩ গেমে হারান স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোকে। সেমিফাইনালে সিতলিনা মুখোমুখি হবেন বেলিন্ডা বেনচিচের। যিনি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় করেন রোমানিয়ার সিমোনা হ্যালেপকে। দুবাই চ্যাম্পিয়নশিপের আগে আরও তিনটি টুর্নামেন্টে অংশ নেন সিমোনা হ্যালেপ। তার কোনটিতেই শিরোপা জিততে পারেননি তিনি। ২০১৯ সাল শুরু করেছিলেন সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট দিয়ে। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্টেই হতাশ করেন তিনি। সেই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ থেকেই বিদায় নেন সিমোনা হ্যালেপ। অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টির কাছে হেরে যান তিনি। সেই ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা এ্যাশলে বার্টি ৬-৪ এবং ৬-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করেন সিমোনা হ্যালেপকে। সিডনিতে হার দিয়ে শুরু করা সিমোনা হ্যালেপ অস্ট্রেলিয়ান ওপেনের মিশন শুরু করেছিলেন জয় দিয়েই। কিন্তু টানা তিন ম্যাচ জিতলেও চতুর্থ ম্যাচেই পরাজয়ের স্বাদ পান তিনি। আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের কাছে তিন সেটের কঠিন লড়াইয়ে হেরে মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন সিমোনা হ্যালেপ। যে কারণে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও হারিয়ে ফেলেন তিনি। তবে কাতার ওপেনে বেশ ভাল সূচনা করেন সিমোনা হ্যালেপ। লেসিয়া সুরেঙ্কো, জুলিয়া জর্জেস এবং এলিনা সিতলিনাকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু ফাইনালেই জয়রথ থেমে যায় তার। তাকে হারিয়ে রীতিমতো চমকে দেন এলিস মার্টেন্স। হ্যালেপকে পরাজিত করে ক্যারিয়ারের সবচেয়ে বড় শিরোপাটাই যে জিতে নেন তিনি। এরপর দুবাই চ্যাম্পিয়নশিপে স্বরূপে ফেরার ঘোষণা দেন রোমানিয়ান তারকা। প্রথম দুই ম্যাচ জয় পাওয়ায় সমর্থকরাও আস্থা রেখেছিলেন তার ওপর। কিন্তু কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারলেন না সিমোনা হ্যালেপ। এর ফলে নতুন মৌসুমের প্রথম চার টুর্নামেন্টের সবকটিতেই ব্যর্থ হলেন তিনি। দুবাইয়ে সিমোনা হ্যালেপকে পরাজিত করে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন বেলিন্ডা বেনচিচ। এ প্রসঙ্গে ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুইস তারকা বলেন, ‘অসাধারণ অনুভূতি। আমি সত্যিই খুব খুশি। কেননা, আমি আবারও আমার আগের জায়গায় ফিরে এসেছি। সত্যি বলতে আমার নিজের ওপর বিশ্বাস ছিল। যে কারণে ইনজুরিও আমাকে ভাঙ্গতে পারেনি।’ ২০১৫ সালে রজার্স কাপ জিতে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন বেলিন্ডা বেনচিচ। ক্যারিয়ারের সবচেয়ে বড় সেই শিরোপা জয়ের পথে তিনি সেবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা চার খেলোয়াড়কে হারিয়েছিলেন। যার মধ্যে ছিলেন সেই সময়ের নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসও। দীর্ঘ সময় পর দুবাইয়েও দেখা গেল দুর্দান্ত বেনচিচকে। টানা চার ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে সেমিফাইনালেও জায়গা করে নিয়েছেন সুইস তারকা। তার প্রভাব পড়তে যাচ্ছে র‌্যাঙ্কিংয়েও। নতুন র‌্যাঙ্কিং প্রকাশিত হলে শীর্ষ ৩৫-এ জায়গা করে নিবেন বেলিন্ডা বেনচিচ।
×