ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু

প্রকাশিত: ০৯:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ  শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডে খেলতে গেলেই মহাবিপদে পড়ে বাংলাদেশ। যে ফরমেটেই খেলা হোক বিপর্যস্ত হয়ে পড়ে দল। টেস্ট ম্যাচ হলেতো কথাই নেই। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজই খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের টেস্ট সিরিজ ২৮ ফেব্রুয়ারি শুরু হবে। সেদিন প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এই সিরিজের আগে আজ থেকে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে লিংকনে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচে নিজেদের অবস্থান বুঝে নিতে চায় বাংলাদেশ ক্রিকেটাররা। সেই সঙ্গে টেস্টে নিউজিল্যান্ডের ২০ উইকেট তুলে নেয়াই লক্ষ্য হিসেবে নিয়েছে দল। পেসার আবু জায়েদ রাহী যেমন শুক্রবার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে শুরুতেই ব্রেক-থ্রুটা খুব জরুরী। তাই পেসারদের প্রথম কাজই হবে সময় সময় উইকেট তুলে নেয়া।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা ৮ দিন আগে এসেছি। আমাদের মূল লক্ষ্যই হলো নিউজিল্যান্ডের ২০ উইকেট তুলে নেয়া। জিততে হলে ২০ উইকেট নিতেই হবে। আমরা অনেকদিন আগেই এসেছি। মনে হচ্ছে আমরা মানিয়ে নিতে পেরেছি।’ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াই বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য কঠিন হয়ে পড়েছে। ভারি বাতাস। আর্দ্রতা এত বেশি যে কুলিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে। ফেব্রুয়ারি মাসে লিংকনের গড় তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াস থাকে। যেখানে আর্দ্রতা ৬০ থেকে ৭০ শতাংশের কাছাকাছি থাকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা তুলনামূলক বেশিই থাকে। শুধু লিংকনেই নয়, পুরো নিউজিল্যান্ডের বর্তমান আবহাওয়াই এখন এমন। এই কন্ডিশন বাংলাদেশ ক্রিকেটারদের ভালই ভাবনায় ফেলেছে। রাহী শুক্রবার প্রস্তুতি শেষে জানিয়েছেন, ‘ভারি বাতাসে বল করতে অনেক কষ্ট হয়েছে।’ সঙ্গে যোগ করেন, ‘এখানকার বাতাস অনেক ভারি। প্রস্তুতি ম্যাচে আমরা এটা নিয়েই কাজ করব। প্রস্তুতিতে বল করতে অনেক কষ্ট হয়েছে। কারণ বাতাসের জন্য বল এদিক-ওদিক চলে যাচ্ছে। সুতরাং প্রস্তুতির অভিজ্ঞতাটা আমাদের অনেক জরুরী, যাতে নিউজিল্যান্ডের আবহাওয়ায় মানিয়ে নিতে পারি।’ নিউজিল্যান্ডে স্বাভাবিকভাবেই পেসারদের আধিপত্য থাকে। পেসাররাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দ্রুত প্রতিপক্ষের উইকেট তুলে নিতে হয় পেসারদেরই। ব্রেক থ্রু দিতে হয়। সময়ে সময়ে উইকেটও নিতে হয়। বাংলাদেশ দলে তরুণ পেসার খালেদ আহমেদ, এবাদত হোসেন রয়েছেন। সেই সঙ্গে রয়েছেন রাহীও। মুস্তাফিজুর রহমানও আছেন। তবে খালেদ ও এবাদতের অভিজ্ঞতাই নেই। রাহীরও খুব অভিজ্ঞতা নেই। এ তিন পেসার তাই নিজেদের কতটা মেলে ধরতে পারবেন সেদিকেই দৃষ্টি থাকছে। মুস্তাফিজসহ বাকি তিন পেসারের মধ্যে দুই পেসার যদি নৈপুণ্য দেখাতে না পারেন তাহলেতো ২০ উইকেট তুলে নেয়া কঠিন হয়ে পড়বে।
×