ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে চায় ভারত

প্রকাশিত: ০৯:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তানকে বিশ্বকাপ  থেকে নিষিদ্ধ  করতে চায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ কাশ্মীরে পাকিস্তানী জঙ্গীগোষ্ঠীর হামলায় ভারতীয় সৈন্যসহ সাধারণ মানুষ নিহতের ঘটনাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর দুই দেশের পরিস্থিতি এখন ভীষণ থমথমে। স্বাভাবিকভাবেই এর রেশ পড়েছে ক্রিকেটে। এমনিতে বৈরী সম্পর্কের কারণে দীর্ঘদিন দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। এই ঘটনার পর আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে ভারত পাকিস্তানের সঙ্গে নিজেদের ম্যাচ বয়কট করতে পরে এমন কথা বাতাসে ভাসছিল। এবার শোনা যাচ্ছে শত্রুদেশটিকে পুরোপুরি বিশ্বকাপ থেকে বাদ দিতে জোর তৎপরতা চালাচ্ছে প্রশাসনিকভাবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর ইন্ডিয়ান বোর্ড তথা বিসিসিআই। সংবাদ মাধ্যমের ইঙ্গিত এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বরাবর চিঠি দেয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত। পরিস্থিতি খুব বাজে। সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সেনাসহ ৪০ ভারতীয় নিহতের ঘটনায় ভারতজুড়ে পাকিস্তানবিরোধী ক্ষোভ চলছে। রাজনীতি, অর্থনীতি, বিনোদন ও সংস্কৃতি জগত সব জায়গায় চলছে পাকিস্তান-বয়কট। এর মধ্যে দাবি উঠেছে বিশ্বকাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি না খেলে। বিসিসিআই’র নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, সরকার যদি নির্দেশ দেয়, বোর্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে রাজি। এবার সিওএ সভাপতি বিনোদ রাইয়ের নির্দেশে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি আইসিসির কাছে খসড়া চিঠি লিখেছেন বলে স্থানীয় প্রভাবশালী সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। চিঠির বিষয়বস্তু এমন ‘সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বোর্ড (বিসিসিআই) মনে করছে পাকিস্তানকে (বিশ্বকাপে) অংশ নেয়া থেকে নিষিদ্ধ করা উচিত আইসিসির।’ চিঠিটি আইসিসির কাছে পাঠানো হবে কি না এবং তা কখন পাঠানো উচিত সে ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে বিসিসিআই। তবে আইসিসি এর আগে জানিয়েছে, বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোন মন্তব্য আসেনি। শোনা যাচ্ছে, আগামী ২৭ ফেব্রুয়ারি দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। সেই সভাতেই ভারতের হয়ে পাকিস্তানকে বাদ দেয়ার দাবি তোলার কথা রয়েছে রাহুল জোহরির। ভারতীয় ক্রিকেট বোর্ডের উর্ধতন ব্যক্তিরা এটাও ভাবছে যে, বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার ব্যাপারটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের ওপর ছেড়ে দেয়া হোক। সরকার যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেয়া হবে। বিসিসিআই যদি সত্যিই এই চিঠি আইসিসিকে পাঠায় তবে তা পাকিস্তানের বিরুদ্ধে ক্রীড়াক্ষেত্রে বড় পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনিতেই সৌরভ গাঙ্গুলী, হরভজন সিংয়ের মতো তারকারা বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আগামী ১৬ জুনের ম্যাচ বয়কটের দাবি তুলেছেন। ভারতের বিভিন্ন ক্রিকেট সংস্থা তাদের স্টেডিয়াম থেকে এরই মধ্যে পাকিস্তানী ক্রিকেটারদের ছবি সরিয়ে দিয়েছে। সাবেক পাকিস্তান তারকা পেসার শোয়েব আকতার আবার খেলার সঙ্গে রাজনীতিকে মেলাতে রাজি নন, ‘ভারতের এই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর অধিকার রয়েছে। ওদের দেশ আক্রান্ত হয়েছে তাই তারা এমন সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছে। এ ব্যাপারে পাল্টা কিছু বলার নেই। তবে খেলাধুলার সঙ্গে কি রাজনীতিকে জড়িয়ে ফেলা উচিত? একেবারেই নয়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। কিন্তু নিজের দেশের ব্যাপারে আমরা একজোট এবং আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্যের সমর্থন দিচ্ছি। এখানে অন্য কিছু ভাবার জায়গা নেই।’ উল্লেখ্য, বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
×