ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চসিকের সম্মাননা পেলেন ১৪ গুণীজন

প্রকাশিত: ০৯:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

চসিকের সম্মাননা পেলেন ১৪ গুণীজন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একুশে সম্মাননা পেয়েছেন ১৪ গুণীজন। সম্মাননাপ্রাপ্তরা হলেনÑ ভাষা আন্দোলনে দবির আহমদ চৌধুরী (মরণোত্তর), মুক্তিযুদ্ধে মোঃ ইব্রাহিম (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে শহীদ আবদুর রব (মরণোত্তর), সঙ্গীতে আয়ুব বাচ্চু (মরণোত্তর), চিকিৎসা বিজ্ঞানে এসএম কামাল উদ্দিন, গবেষণায় ড. শিরীন আক্তার, ক্রীড়ায় কামাল উদ্দিন আহমেদ, শিক্ষায় প্রকৌশলী এম আলী আশরাফ, সমাজ সেবায় সাফিয়া গাজী রহমান, সংগঠক হিসেবে মহিউদ্দিন শাহ আলম নিপু, সাংবাদিকতায় মোস্তফা কামাল পাশা, কথা সাহিত্যে দেবাশীষ আচার্য, শিশু সাহিত্যে মোঃ মঞ্জুরুল ইসলাম ও কবিতায় খালেদ হামিদী। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে অমর একুশে বইমেলায় গুণীজনদের হাতে পদক তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
×