ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৃত্যুর সঙ্গে লড়াই নির্যাতিত শিশু সৌরভের

প্রকাশিত: ০৯:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

মৃত্যুর সঙ্গে লড়াই  নির্যাতিত শিশু  সৌরভের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তুচ্ছ ঘটনার জেরধরে চতুর্থ শ্রেণীর ছাত্র সৌরভ মন্ডলকে (১১) বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন করেছে স্থানীয় কতিপয় প্রভাবশালী। গত আট দিন ধরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সৌরভ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। সৌরভ মন্ডল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত মাগুরা গ্রামের দিনমজুর কার্তিক মন্ডলের পুত্র। জানা গেছে, সেচপাম্প মেশিনের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ওই গ্রামের প্রভাবশালী বেল্লাল মোল্লা ও ফারুক হাওলাদার সৌরভ মন্ডলকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতিত সৌরভকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দেয়া হয়। খবর পেয়ে বাড়ির লোকজনে মুমূর্ষু অবস্থায় সৌরভকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×