ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাকারিয়া জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ ‘ভুল পাওয়ারের চশমা’

প্রকাশিত: ০৮:৪৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

  জাকারিয়া জাহাঙ্গীরের কাব্যগ্রন্থ ‘ভুল পাওয়ারের চশমা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে তরুণ কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীরের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ভুল-পাওয়ারের চশমা’। তরুণ চিত্রশিল্পী রানা হাসানের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। সোহরাওয়ার্দী উদ্যানের ৬১২ নম্বর স্টল ও বাংলা একাডেমির লিটলম্যাগ চত্বরের ক্যাপটেন ৬৫ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। গ্রন্থের প্রতিটি কবিতায় কবি দেশের প্রতি মমত্ববোধ, প্রেমের রোমান্টিকতা ও বিরহের মনোবেদনাকে প্রাঞ্জলভাবে উপস্থাপনের পাশাপাশি অসম সমাজব্যবস্থা ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র করাঘাত করেছেন। যমুনা-ঝিনাই নদী বিধৌত জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কবি জাকারিয়া জাহাঙ্গীরের জন্ম ও বেড়ে ওঠা। কবির শৈশবেই সাহিত্যে হাতেখড়ি। ৮ম শ্রেণীতে থাকাকালীন বিদ্যালয়ের দেয়াল পত্রিকায় প্রথম ‘একুশের কবিতা’ প্রকাশ হয়। বিভিন্ন পত্রিকায় শতাধিক ছড়া-কবিতা, গল্প-প্রবন্ধ প্রকাশ হয়েছে।
×