ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় শিবিরে দুঃসংবাদ

প্রকাশিত: ১২:২৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ভারতীয় শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-২০ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। কোমরের নীচে চোট রয়েছে হার্দিক পান্ডিয়ার। সে কারণেই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। এক বিবৃতিতে তার বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তারা জানিয়েছে, হার্দিককে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছে মেডিক্যাল টিম। সে জন্য পরের সপ্তাহে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবের জন্য যাবেন তিনি। সেখানে স্ট্রেংথ ও কন্ডিশনিং বাড়ানোর জন্য অনুশীলন করবেন হার্দিক পা-িয়া। হার্দিকের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের দলে জায়গা পেয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্যের জন্য নির্বাসিত হয়েছিলেন হার্দিক। তারপর নির্বাসন তুলে নেয়া হয় শর্তসাপেক্ষে। জাতীয় দলে ফিরে টি-২০ ও একদিনের ক্রিকেট মিলিয়ে ছয় ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এই সময়ে ব্যাট হাতে করেন ৮৬ রান। ভারতের বিশ্বকাপের স্কোয়াডে অলরাউন্ডার হিসেবে তার জায়গা নিশ্চিত দেখাচ্ছিল। কিন্তু চোটের জন্য হার্দিককে নিয়ে এবার সংশয়টা আরও বেড়ে গেল। কারণ বিশ্বকাপের আগে যে এটাই ছিল ধোনি-কোহলিদের এটাই শেষ কোন আন্তর্জাতিক সিরিজ।
×