ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ানডে থেকেও বাদ চান্দিমাল

প্রকাশিত: ১২:২৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯

ওয়ানডে থেকেও বাদ চান্দিমাল

স্পোর্টস রিপোর্টার ॥ ছিলেন অধিনায়ক, কিন্তু নিউজিল্যান্ড সফর শেষ করে দল ফেরার পর টেস্ট দল থেকেই বাদ পড়েন দীনেশ চান্দিমাল। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ নতুন অধিনায়ক দিমুথ করুনারত্নের অধীনে খেলছে শ্রীলঙ্কা। ২ টেস্টের সিরিজ শেষেই হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। অভিজ্ঞ লাসিথ মালিঙ্গার নেতৃত্বে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেখানেও বাদ পড়েছেন চান্দিমাল। তবে বোলিং ত্রুটির জন্য ছিটকে যাওয়া অফস্পিনার আকিলা ধনঞ্জয়া নিজেকে শুধরে ফিরেছেন দলে। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে বাদ পড়েন চান্দিমাল। ওয়ানডে সিরিজের স্কোয়াডেও জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। তবে তারচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো আকিলাকে দলে নেয়া। সন্দেহজনক বোলিং এ্যাকশনে এই স্পিনারের নিষেধাজ্ঞা ওঠার খবর নিশ্চিত হওয়ার আগেই এসএলসি তাকে ঘোষিত ওয়ানডে দলে রাখে। অবশ্য এমনটি করার পেছনে আগে থেকেই কিছু বিষয়ে অবগত ছিল তারা। এ্যাকশন শুধরে আইসিসির বৈধতা নিশ্চিত হওয়ার পরই আবার তাকে দলে ভেড়ানো হয়েছে। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে সন্দেহজনক বোলিং এ্যাকশনের জন্য রিপোর্টেড হয়েছিলেন আকিলা। গত ডিসেম্বরে নিরপক্ষে টেস্টিং সেন্টারে দেখা যায় তার বোলিং এ্যাকশন আসলে অবৈধ। এরপর থেকেই নিষিদ্ধ হন তিনি। ?পুনরায় এ্যাকশন নিয়ে কাজ করেন কিছুদিন। চেন্নাইয়ে পুনরায় পরীক্ষাগারে এ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন। সেটা বিশ্লেষণের পর দেখা যায় এবার তার এ্যাকশন বৈধ পর্যায়ে রয়েছে। খবরটি আগেভাগেই জেনে যাওয়ায় এসএলসি আনুষ্ঠানিক ঘোষণার আগে তাকে দলে রাখে। সম্প্রতি সীমিত ওভারের ক্রিকেটে লঙ্কানদের হয়ে আক্রমণের অন্যতম অস্ত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এ ডানহাতি অফস্পিনার। ক্যারিয়ারের ৩০ ওয়ানডেতে ৪৬ উইকেট থাকলেও ২০১৮ সালে ছিলেন দারুণ ফর্মে। গত বছরই ওয়ানডেতে নিয়েছেন ২৮টি উইকেট। মাত্র ৫ টেস্টেও ছিল ২৭ উইকেট। তবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দল থেকে চান্দিমালের বাদ পড়াটা ছিল বিস্ময়কর। পাঁচদিনের ফরমেটের পর এবার একদিনের ক্রিকেটের স্কোয়াডেও জায়গা পেলেন না এই ব্যাটসম্যান। এর আগে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ খেলেছিলেন তিনি। শুধু তিনিই নয়, ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান দানুস্কা গুনাতিলাকা এবং অলরাউন্ডার আসেলা গুনারতেœ, দাসুন শানাকা ও সেকুগে প্রসন্ন। তবে দলে জায়গা পেয়েছেন ২০১৬ সালে সর্বশেষ ওয়ানডে খেলা এ্যাঞ্জেলো পেরেরা, আর প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ওশাদা ফার্নান্দো।
×