ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্যারিসে গোলোৎসব পিএসজির

প্রকাশিত: ১২:২৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯

প্যারিসে গোলোৎসব পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ ওয়ানে শিরোপার পথে আরেকধাপ এগিয়ে গেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে আরেকটি দাপুটে জয় পেয়েছে প্যারিসের পরাশক্তিরা। ঘরের মাঠে অতিথি মন্টপেলিয়ারকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বর্তমানে ২৪ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬৫। এক ম্যাচ বেশি খেলা লিলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তিন নম্বরে থাকা লিও’র পয়েন্ট ৪৬। চোটে ছিটকে যাওয়া নেইমার ও এডিনসন কাভানির অনুপস্থিতিতে জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। দলটির জয়ে গোল করেন লেইভিন কুরজাওয়া, এ্যাঞ্জেল ডি মারিয়া, ক্রিস্টোফা এনকুনকু ও কিলিয়ান এমবাপে। অপর গোলটি আসে প্রতিপক্ষের ডি সিলভার আত্মঘাতীর সৌজন্যে। বড় জয় পেলেও ম্যাচের নবম মিনিটে গোল খেতে বসেছিল পিএসজি। ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে যান ফ্লোহ মোলে। তবে দুরূহ কোণ থেকে ফরাসী এই মিডফিল্ডারের শট পোস্টে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা। চার মিনিট পর কাক্সিক্ষত গোল পেয়ে যায় পিএসজি। ডানদিক থেকে দানি আলভেসের দারুণ ক্রস ডি বক্সের বাইরে পেয়ে হেডে বল জালে জড়ান ফরাসী ডিফেন্ডার লেইভিন কুরজাওয়া। পিএসজির জাল অবশ্য বেশিক্ষণ অক্ষত থাকেনি। ৩১ মিনিটে ডানদিক থেকে মোলের দারুণ ফ্রিকিকে সমতায় ফেরে অতিথিরা। অতিথিদের সমতায় ফেরার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রিকিকে পিএসজিকে আবারও এগিয়ে দেন ডি মারিয়া। বল ক্রসবারে লেগে জালে প্রবেশ করে। বিরতির পর ৭৩ মিনিটে হেডে দলের তৃতীয় গোলটি করেন ফরাসী মিডফিল্ডার এনকুনকু। পাঁচ মিনিট পর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। সতীর্থের বাড়ানো বলে এমবাপের টোকা ঠেকাতে পা বাড়ান ডিফেন্ডার সিলভা। তার পায়ে লেগে দিক পাল্টে উল্টো বল চলে যায় জালে। ৭৯ মিনিটে কুরজাওয়ার পাস পেয়ে স্কোরলাইন ৫-১ করেন এমবাপে। চলতি লীগে ফরাসী ফরোয়ার্ডের এটা সর্বোচ্চ ২০তম গোল। এদিকে পিএসজির চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ের চোটের চিকিৎসা চালিয়ে নিতে দশদিনের জন্য দেশে ফিরছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জাানিয়েছে পিএসজি। বিবৃতিতে বলা হয়, পুনর্বাসন প্রক্রিয়ার শুরু থেকে নেইমার যে সংকল্প দেখিয়েছেন তার প্রতি পুরো সমর্থন আছে ক্লাবের। গত মাসে ফরাসীকাপে স্ট্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার মেটাটারসালে আঘাত পান ২৭ বছর বয়সী নেইমার। বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠন করা বোর্ড নেইমারের মাঠে ফিরতে প্রায় তিন মাসের মতো সময় লাগবে বলে জানায়। এরপর থেকে প্যারিস ও বার্সিলোনাতে চলছিল নেইমারের চিকিৎসা। তবে এবার পূর্ণ সুস্থ হতে নিজ দেশ ব্রাজিলে ফিরছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।
×