ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে নেতৃত্বে মাহমুদুল্লাহ

প্রকাশিত: ১২:১৮, ২২ ফেব্রুয়ারি ২০১৯

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে নেতৃত্বে মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে দলের এবার নিউজিল্যান্ড সফরে প্রাপ্তির খাতা শূন্য। শুধু ব্যক্তিগত প্রাপ্তি রয়েছে একটি। সাব্বির রহমান রুম্মনের সেঞ্চুরি। এছাড়া আর কোন ব্যাটসম্যান কিংবা বোলার নিজেকে মেলে ধরতে পারেননি। ওয়ানডে দল হতাশই করেছে। হোয়াইটওয়াশ হয়েছে এবারও। সেই হতাশা নিয়ে দেশে ফিরছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গে বৃহস্পতিবারই দুই পেসার শফিউল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন দেশে ফেরার বিমানে চড়েছেন। আজ ফিরবেন রুবেল হোসেন ও সাব্বির রহমান। তবে নিউজিল্যান্ডে থেকে যাচ্ছেন সৌম্য সরকার। তাকে ওয়ানডের পর টেস্ট দলেও রাখা হয়েছে। মাশরাফির ফেরা নিশ্চিতই ছিল। তিনি যে শুধু ওয়ানডে খেলেন। ওয়ানডে দলের অধিনায়কও। ওয়ানডে সিরিজও শেষ। সেই সঙ্গে শফিউল, সাইফউদ্দিন, রুবেল ও সাব্বিরেরও ফেরা নিশ্চিত ছিল। এ ক্রিকেটাররা শুধু ওয়ানডে দলেই ছিলেন। টেস্ট দলে তারা নেই। ফেরার কথা ছিল আরেকজনের। তিনি সৌম্য সরকার। টেস্ট দলে এখন সুযোগ পান না। এরপরও তাকে এবার নিউজিল্যান্ড সফরের টেস্ট দলেও ভেড়ানো হয়েছে। এর প্রধান কারণ, ব্যাটিং শক্তি বাড়ানো। সাকিব আল হাসান নেই। সাকিব প্রথম দুই টেস্ট খেলতে পারবেন না। তৃতীয় টেস্টও খেলতে পারবেন বলে কোন নিশ্চয়তা নেই। তার না থাকাতে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান কমেছে। ইনজুরিতে সাকিব না থাকায় সৌম্য টেস্টে সুযোগ পেয়ে গেছেন। সাকিবের পরিবর্তে অধিনায়ক থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। টেস্টে সৌম্য দলের হয়ে সর্বশেষ ম্যাচটিতেই খেলেছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও খেলেছেন। কিন্তু তার ব্যাটিং ব্যর্থতা সবারই চোখে পড়েছে। এক বছর পর আবার দলে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি সৌম্য। টানা ৫ টেস্টের ৯ ইনিংসে সৌম্যর ব্যাট থেকে কোন হাফ সেঞ্চুরির দেখা মিলেনি। একটি ইনিংসই এর মধ্যে ৩০ রানের ওপরে করতে পেরেছেন। কি বেহাল দশা সৌম্যের। আর তাই নিউজিল্যান্ড সফরের টেস্ট দল ঘোষণার সময় সৌম্যকে দলে রাখা হয়নি। সৌম্য ওয়ানডে সিরিজে থাকলেও ব্যর্থতাই ধরা পড়েছে। তিন ওয়ানডেতে প্রথমটিতে ৩০, দ্বিতীয়টিতে ২২ ও তৃতীয় ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট হয়ে গেছেন। শুরুটা ভাল করলেও ইনিংস বড় করতে ব্যর্থ সৌম্য। এরপরও তাকে টেস্ট দলে রাখা হয়েছে। যখন নিউজিল্যান্ডে ফেরার বিমান ধরার কথা তখন তাকে রেখে দেয়া হয়েছে। টেস্ট দলে ব্যাটিং গভীরতা কমে গেছে। আর তাই সৌম্যকে যুক্ত করা হয়েছে। নিউজিল্যান্ড সফরে এবার নেই কোন টি২০ ম্যাচ। ওয়ানডে ও টেস্ট ম্যাচই শুধু আছে। দুই সিরিজেই তিনটি করে ম্যাচ। এরই মধ্যে বুধবার ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে, তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮৮ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে মাশরাফিবাহিনী। বরাবরের মতো নিউজিল্যান্ডে এবারও গিয়ে কোন ওয়ানডেই জেতা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে ১২টি ওয়ানডে হার হয়েছে। চারটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার টেস্ট সিরিজে কী কোন ভাল ফল মিলবে? টেস্ট সিরিজে বাংলাদেশ দলে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, শাদমান ইসলাম, লিটন কুমার দাশ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, পেসার খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মুস্তাফিজুর রহমান আছেন। ১৬ সদস্যের দল আগেই ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যে তাসকিন ইনজুরিতে ছিটকে গেছেন। সাকিব দলে থাকলেও শেষ টেস্টের আগে দলে যোগ দেয়ার কোন আশা নেই। নিশ্চয়তা নেই। বাকি থাকে ১৪ সদস্যের দল। এই দলেও ইনজুরিতে পড়া ক্রিকেটার রয়েছেন। তিনি মোহাম্মদ মিঠুন। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। মুশফিকুর রহীমেরও আছে পাঁজরে ব্যথা। তবে তিনি খেলবেন। কিন্তু প্রথম টেস্টে মিঠুন খেলবেন এর নিশ্চয়তা নেই। এমনিতেই দলের নিউজিল্যান্ড সফরে কাহিল অবস্থা। এর মধ্যে আবার ইনজুরি সমস্যা রয়েছে। টেস্টে তাই বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষাতেই পড়তে হবে। শনিবার লিংকনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। এই ম্যাচটিতেই দলের অবস্থা বোঝা যাবে। তবে দলের মূল মিশন টেস্ট সিরিজ। যে সিরিজটির মিশনে প্রথম টেস্ট দিয়ে ২৮ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৮ মার্চ দ্বিতীয় ও ১৬ মার্চ তৃতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। এই টেস্ট সিরিজে সৌম্যকে শেষ মুহূর্তে দলে যোগ করা হয়েছে।
×