ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গান নৃত্য আবৃত্তি আলোচনায় কচিকাঁচার একুশ পালন

প্রকাশিত: ১১:২২, ২২ ফেব্রুয়ারি ২০১৯

গান নৃত্য আবৃত্তি আলোচনায় কচিকাঁচার একুশ পালন

স্টাফ রিপোর্টার ॥ গান, নৃত্য, আবৃত্তি আর আলোচনায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন করে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা। সংগঠনটির নিজস্ব মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে গল্পকলা, বইপড়া, হাতের লেখা ও শুদ্ধ বানান লেখার প্রতিযোগিতার পুরস্কারস্বরূপ বই তুলে দেয়া হয় শিশুদের হাতে। মেলার শিশু সদস্য নওমি হাসিন অরিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শিশু সাহিত্যিক ডাঃ মুহিত কামাল, সংস্কৃতিজন আমানুল হক ও কচি-কাঁচার মেলার সহ-সভাপতি ড. রওশনআরা ফিরোজ। শুরুতে ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। ‘ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য’ বিষয়ে বক্তব্য রাখেন ডাঃ মোহিত কামাল। তিনি বলেন, ঐতিহ্যের এই ভূমি থেকে আমাদের আদর্শ থেকে বিচ্যুত হলে আমরা আমাদের সংস্কৃতিকে হারাব। আমাদের মনে রাখতে হবে ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রধান হচ্ছে আমাদের পরিবার। এই পরিবার থেকে আমরা আদর্শকে বেছে নেব। আমরা পরাজয়কে ধারণ এবং জয়কে বরণ করতে পারি না। এটা আমাদের জন্য খুবই শঙ্কা বয়ে আনে। এখন দেখা যায় ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোনে গেম খেলেই সময় নষ্ট করে। সে গেম খেলতে অভ্যস্ত হয়ে গেছে। তারা যে শুধু সময় নষ্ট করে তা নয়, এতে তাদের অন্য এক জীবন চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশুদের উদ্দেশে তিনি বলেন, উন্নত প্রযুক্তির সঙ্গে আমাদের মিলিত হতে হবে কিন্তু শিকড়কে বিচ্ছিন্ন করে নয়। আমরা আগে শুদ্ধ করে বাংলা শিখব, তার পরে অন্য ভাষা শিখব।
×