ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা

প্রকাশিত: ০৯:১৪, ২২ ফেব্রুয়ারি ২০১৯

পটুয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২১ ফেব্রুয়ারি ॥ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চেম্বারের সভাপতি মহিউদ্দিন আহম্মেদের জগ মার্কার চারটি নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর করেছে সন্ত্রাসীরা। গতকাল রাতভর সন্ত্রাসীর এ কা- চালায়। এতে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় জড়িত দু’জনকে আটকের খবর লোকমুখে শোনা গেলেও পুলিশ অস্বীকার করছে। মেয়রপ্রার্থী মহিউদ্দিন আহম্মেদ জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে নৌকাপ্রার্থী। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তার সমর্থকরা শহরের লঞ্চঘাট, গোরস্তান সড়ক, হেতালিয়া বাধঘাট ও আনসার ক্যাম্প এলাকার চারটি নির্বাচনী অফিস ভাংচুর করেছে। এ সময় চেম্বারের পরিচালক আমার সমর্থক বাপ্পির বাসায় হামলা চেষ্টার অভিযোগ করেন তিনি। তিনি জানান, পুলিশসহ নির্বাচন সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে পুরো ঘটনাটি লিখিতভাবে জানিয়েছি। আমি তাদের কাছে এ ঘটনার বিচারের পাশাপাশি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাই। এদিকে নৌকা প্রতীকের প্রার্থী কাজী আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এগুলো তার বিরুদ্ধে অপপ্রচার।
×