ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন নূর

প্রকাশিত: ১০:৪৭, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন নূর

স্টাফ রিপোর্টার ॥ একুশের প্রথম প্রহর উদ্যাপন ও গোলাম মুস্তাফা স্মরণানুষ্ঠান হয় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বুধবার বিকেলে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে আবৃত্তিতে অসামান্য অবদানের জন্য এ বছর গোলাম মুস্তাফা আবৃত্তি পদক প্রদান করা হয় সংসদ সদস্য নাট্যজন ও আবৃত্তিশিল্পী আসাদুজ্জামান নূরকে। তৃতীয়বারের মতো গোলাম মুস্তাফা আবৃত্তি পদক প্রদান করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অভিনয়শিল্পী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য ইসপেকবাল হোসেন। অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে কণ্ঠশীলন, কথা আবৃত্তি চর্চাকেন্দ্র, স্বরশ্রুতি, স্রোত আবৃত্তি সংসদ, মুক্তধারা আবৃত্তি চর্চাকেন্দ্র, মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, স্বরকল্পন আবৃত্তিচক্র, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, স্বরব্যঞ্জন, ত্রিলোক বাচিক পাঠশালা, স্বরচিত্র, ঢাকা স্বরকল্পন, প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, আবৃত্তি একাডেমি, উদীচী শিল্পীগোষ্ঠী ও প্রজন্মকণ্ঠ।
×