ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ৪৯ ভাগ কোম্পানির দরপতন

প্রকাশিত: ০৯:০৭, ২১ ফেব্রুয়ারি ২০১৯

শেয়ারবাজারে ৪৯ ভাগ কোম্পানির দরপতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে প্রায় ৪৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে ৬৮৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবারে ডিএসইতে ৬১১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই হিসাবে ডিএসইতে ৭২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৭০টির। আর অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২ পয়েন্টে। শেয়ারবাজারে থেকে আপাতত তালিকাচ্যুত হচ্ছে না এমন খবরে ৩ কোম্পানির শেয়ার বিক্রেতা শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৩টি হলো ॥ সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা কনডেন্সড মিল্ক। জানা গেছে, মঙ্গলবার সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩০.৫০ টাকায়। বুধবার ৩৫.৪০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ৩৬.৮০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৮৫ শতাংশ বেড়েছে। মঙ্গলবার মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৫০ টাকায়। বুধবার ১৩.৭০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ১৩.৭০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৬০ শতাংশ বেড়েছে। মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ১৯.৮০ টাকায়। বুধবার ২১.৫০ টাকায় লেনদেন শুরু হয়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার ২১.৭০ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে শেয়ারটির দর ৯.৫৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৮৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।
×