ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৯:০০, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 বরিশালে শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিশু রিয়ান হত্যা মামলার আসামি ডাঃ মাহামুদ হাসান খানসহ অন্য আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত শিশু রিয়ানের পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, মামলার আসামি ডাঃ মাহমুদ হাসান খান ও নগরীর কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বেস্ট ফার্মেসির তার দু’জন ব্যবসায়িক সহযোগীর অর্থের লোভের কারণেই শিশু রিয়ান মারা গেছে। তাই বক্তারা দোষী ওই চিকিৎসক ও তার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ, গত ৬ ফেব্রুয়ারি নগরীর ইসলামপাড়া এলাকার বাসিন্দা আল-আমিন হাওলাদারের পাঁচ মাস বয়সের শিশুপুত্র রিয়ান অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহামুদ হাসান খান শিশু রিয়ানকে হাসপাতালে ভর্তি না করে তার ব্যক্তিগত চেম্বার নগরীর হাসপাতাল রোডস্থ বেস্ট ফার্মেসিতে পাঠায়। সেখানে ফার্মেসিতে দায়িত্বরত ব্যক্তিরা শিশুটির মুখে মাক্স পড়িয়ে গ্যাস দেয়ার সঙ্গে সঙ্গে রিয়ান মারা যায়।
×