ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত-সৌদি আরব যৌথ ঘোষণা ॥ পাঁচ চুক্তি সই

সন্ত্রাস প্রতিরোধে মতৈক্য

প্রকাশিত: ০৮:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০১৯

সন্ত্রাস প্রতিরোধে মতৈক্য

দুদিনের সফরে মঙ্গলবার ভারত পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাকে স্বাগত জানাতে এএফএস পালাম বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পক্ষ থেকে যুবরাজকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। বুধবার সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাষ্ট্রপতি ভবনে বৈঠক করেন যুবরাজ সালমান। মোদি ও সালমানের বৈঠকের পর সৌদি আরব ও ভারতের মধ্যে বিনিয়োগ, ট্যুরিজম, হাউজিং এবং তথ্য ও সম্প্রচার বিষয়ে পাঁচটি চুক্তি স্বাক্ষর হয়। পরে যুবরাজ সালমান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুপুরে হায়দরাবাদ হাউজে যৌথ ঘোষণা দেন। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। যৌথ ঘোষণায় যুবরাজ সালমান বলেন, ভারতের সঙ্গে রাজনৈতিক ও গোয়েন্দা ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত সৌদি আরব। যৌথ ঘোষণা সম্পর্কে মোদি বলেন, আমরা একমত হয়েছি যে, সন্ত্রাসবাদ প্রতিরোধ, সমুদ্র নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে দৃঢ় দ্বিপাক্ষিক সহযোগিতা দুই দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। যুবরাজকে উদ্দেশ করে মোদি বলেন, আপনার এই সফর আমাদের সম্পর্ক উন্নয়নে নতুন যুগের সূচনা করেছে। মোদি বলেন, চরমপন্থার বিরুদ্ধে সহযোগিতার বিষয়ে একটি শক্তিশালী কর্মপরিকল্পনার প্রয়োজন রয়েছে বলেও বৈঠকে আলোচনা হয়েছে। এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন সন্ত্রাসী-জঙ্গী ও তাদের সমর্থকদের শাস্তি দেয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মোদি বলেন, পুলওয়ামায় বর্বর হামলা মানবতার বিরুদ্ধে হুমকির প্রতীক। কার্যকরভাবে এই হুমকি মোকাবেলায় যেসব দেশ সন্ত্রাসবাদ সমর্থন করছে তাদের ওপর চাপ বৃদ্ধি করার বিষয়ে একমত হয়েছি। তিনি বলেন, পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে দুদেশের মধ্যে পারস্পরিক আলোচনা হয়েছে। আমাদের আজকের বৈঠকে এসব সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মোদি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে বিস্তারিক এবং অর্থপূর্ণ আলোচনা হয়েছে। মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ভারত-সৌদি সম্পর্ক ব্যাপক উন্নতি হয়েছে। যুবরাজ আশা প্রকাশ করেন, ভারতে সৌদির বিনিয়োগ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় মন্ত্রিপরিষদের বেশ কয়েক সদস্য উপস্থিত ছিলেন। যুবরাজ সালমানকে উদ্ধৃতি দিয়ে এমআই জানায়, আজ আমরা একটি বিষয়ে নিশ্চিত হতে চাই যে, আমাদের সম্পর্ক রক্ষা ও তা উন্নত হবে দুই দেশের স্বার্থে। আমি নিশ্চিত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরব ও ভারতের জন্য ভাল কিছু করতে পারব। এদিকে বিমানবন্দরে যুবরাজকে স্বাগত জানানোয় মোদিকে কটাক্ষ করেছে কংগ্রেস। বুধবার কংগ্রেস মোদিকে উদ্দেশ করে বলে, যারা পাকিস্তানের সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের ব্যাপকভাবে স্বাগত জানানোর মাধ্যমে কী তিনি পুলওয়ামা হামলায় নিহতদের স্মরণ করলেন। বুধবার কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সৌদি যুবরাজ সালমানের সঙ্গে সাক্ষাত করেন। দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা আলাপ করেন। তারা আঞ্চলিক সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গত ১৭ ফেব্রুয়ারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তান সফর করেন। দেশটির সঙ্গে দুই হাজার কোটি ডলারের চুক্তি এবং প্রায় ২১০০ বন্দীকে মুক্তির নির্দেশ দেন। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই ভারতে সৌদি যুবরাজের সফর পিছিয়ে যায়।
×