ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উখিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল

প্রকাশিত: ০১:০৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯

উখিয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে ধুম্রজাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় এক গৃহবধূর মৃত্যু রহস্য নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। হলদিয়া পালং মরিচ্যা সেতুনি পাড়ায় কাকলী বড়ুয়া (২৩) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী স্থানীয় নিটু বড়ুয়ার স্ত্রী। মঙ্গলবার রাতে কাকলির শশুরবাড়িতে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে স্বামী ও তার স্বজনদের অত্যাচার সহ্য করে আসছিল কাকলী। কয়েকদিন আগে তাকে বেদম মারধর করেছে স্বামীর স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় আবারও পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাকে। স্থানীয় লোকজনের দাবী পিঠিয়ে মৃত্যু নিশ্চিত করার পর আত্মহত্যা বলে প্রচার করছে তারা। তবে নিহতের মাথায় ও পিঠে আঘাতের জখমের চিহ্ন রয়েছে। নিহত কাকলী বড়ুয়ার পিতা রুমখাঁ বড়বিলের সুদর্শন বড়ুয়া জানান, বিয়ের পর থেকে নির্যাতন চালিয়ে আসছে জামাই ও তার পরিবারের লোকজন। তার মেয়ের দুটি সন্তান রয়েছে। তিনি তার মেয়ের হত্যার উপযুক্ত শাস্তির দাবী জানান। উখিয়া থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় এনে আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
×